- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ১৩, ২০২৩
ইসরায়েলে আটকে পড়া বাঙালিদের রাজ্যে ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী, নবান্ন ও বঙ্গভবনে খোলা হল কন্ট্রোল রুম

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে আটকে পড়া বাঙালিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফিলিস্তিনি সন্ত্রাসীদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলে আটকে পড়া বাঙালিদের ফিরিয়ে আনার ব্যাপারে তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্টে রাজ্যের মুখ্যসচিব ও দিল্লির রেসিডেন্ট কমিশনারকে বলেছেন, যাঁরা ইসরেয়েলে আটকে রয়েছেন তাঁদের বিনা খরচে দেশে ও রাজ্যে ফেরাতে সব রকমের সরকারি সহযোগিতা করতে হবে।
Indians/ Bengalis are leaving battle-torn Israel and I have asked my Chief Secretary and Delhi Resident Commissioner to extend all possible government assistance, free of cost, to our distressed returnees. 53 Bengal-origin returnees have already reached Delhi today morning and…
— Mamata Banerjee (@MamataOfficial) October 13, 2023
মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন নয়াদিল্লির বঙ্গভবন ও রাজ্যের সচিবালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নয়াদিল্লির বঙ্গভবনের কন্ট্রোল রুমের নম্বর- ০১১-২৩৭১-০৩৬২/ ০১১-২৩৭২-১৯৯১। নবান্নের কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩-২২১৪-৩৫২৬। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, শুক্রবার সকালে ইসরায়েল থেকে যাঁরা দিল্লিতে পৌঁছেছেন তাঁদের মধ্যে ৫৩ জন বাংলার বাসিন্দা রয়েছেন। তাঁদের রাজ্যে ফেরার জন্য নবান্ন ট্রেনের টিকিটের ব্যবস্থা করেছে। ইসরায়েল থেকে দেশ বা রাজ্যের যাঁরা দিল্লিতে পৌঁছবেন, তাঁদের থাকার জন্য বঙ্গভবন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এদিকে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয়কে শুক্রবার সকালে কেন্দ্রের তরফে “অপারেশন অজয়” -এর বিশেষ চার্টার্ড বিমানে ভারত সরকার ইসরায়েল থেকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে এসেছে। বৃহস্পতিবার ইসরায়েলের স্থানীয় সময় রাত ৯টা নাগাদ সে দেশের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে প্রথম বিমানটি ছেড়ে সেটি নয়াদিল্লি পৌঁছয় শুক্রবার সকালে। ইসরায়েলে থাকা সবভারতীয়কে ধাপে ধাপে ভারতে ফেরাবে “অপারেশন অজয়।”
❤ Support Us