- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৪, ২০২৪
ভিডিও ভাইরাল ! স্থানীয় নেতার অভিযোগ, সন্দেশ এর নেপথ্যে বিজেপিরই কারুকার্য।ক্ষুব্ধ মমতা, অভিষেক। সরব সিপিএম, সামনে আসুক সত্য

‘গোপন ক্যামেরায় তোলা সন্দেশখালির ভিডিয়ো দেখে আমি স্তম্ভিত। বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, এই বাংলা বিরোধী বিজেপি তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য কী ভাবে বাংলাকে অসম্মানিত করেছে। একে বলে ক্ষমতার অপব্যবহার, লজ্জা!’ বক্তা শাসক দল তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন,’বিজেপির মনে বাংলা বিরোধী মনোভাব আর বাংলার প্রতি ঘৃণা কতটা গভীর, তা এই ষড়যন্ত্রে স্পষ্ট। ভারতের ইতিহাসে আগে কখনও দিল্লির শাসক দল এ ভাবে আমাদের রাজ্যকে অসম্মানিত করার চেষ্টা করেনি। কিন্তু এর পর বাংলা এর জবাব দিতে যে ভাবে জাগবে, তা ইতিহাস তৈরি করবে’
The shocking Sandeshkhali sting shows how deep the rot is within the BJP. In their hatred for Bengal’s progressive thought & culture, the Bangla-Birodhis orchestrated a conspiracy to defame our state on every possible level.
Never before in the history of India has a ruling… https://t.co/50QUParP16
— Mamata Banerjee (@MamataOfficial) May 4, 2024
যে সন্দেশখালিকে বাম আমলের ‘নন্দীগ্রাম’ বলে সম্বোধন করা হচ্ছিল বিজেপির তরফ থেকে, সেই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বিতর্কের কেন্দ্রবিন্দু একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সন্দেশখালির একজন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন যে, সন্দেশখালি – কান্ড সম্পূর্ণ বিজেপির ‘সাজানো’। এতে সম্পূর্ণ মদত জুগিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘আরম্ভ’ ডিজিটাল ডেস্ক। তবে ওই ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অস্ত্র শানাতে শুরু করেছে শাসক দল তৃণমূল। শোনা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ শনিবার এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন।
I am shocked beyond words to see the SANDESHKHALI STING VIDEO. Every citizen must witness the BANGLA BIRODHI @BJP4India ‘s ORCHESTRATED attempt to DEFAME AND MALIGN WB for their petty political ends.
This abhorrent act epitomizes the GROSSEST ABUSE OF POWER in history.
SHAME! https://t.co/f4HWA97umW
— Abhishek Banerjee (@abhishekaitc) May 4, 2024
ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ পদ্ম শিবির দ্বারা সেখানে কীভাবে বাংলার সম্মান ধুলোয় লুটোচ্ছে সেটা তুলে ধরবেন।পাশাপাশি জাতীয় মহিলা কমিশন ,জাতীয় আদিবাসী অধিকার কমিশন সন্দেশখালি নিয়ে ‘ভুয়ো তথ্য’ ভিত্তিক রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে বাংলাকে অসম্মানিত করেছেন সেই বিষয়ে আলোকপাত করবেন বলে দলীয় সুত্রে জানা যাচ্ছে।
এ রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সবাই যেভাবে সন্দেশখালিকে নির্বাচনী ইস্যু করেছেন তাতে বাংলার মুখ পুড়ছে। সে নিয়ে সরব ঘাসফুল শিবির। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে তারা লেখে, ‘দেখা যাচ্ছে বাংলাকে অসম্মানিত করার জন্য চেষ্টার কোনও কসুরই রাখেনি বিজেপি।’
এই ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘ এটা তৃণমূলের মিথ্যাশ্রী-প্রকল্প । উনি আবারও মিথ্যার রাজনীতি করছেন।’ বাম শিবিরের তরফে মহম্মদ সেলিম বলেছেন, মিথ্যা ভিডিও তৈরিকে শিল্পের স্তরে নিয়ে গিয়েছে তৃণমূল-বিজেপি ।’ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘এটি এখন আদালতের বিচারাধীন বিষয়। কোনো মন্তব্য করবোনা।’
তবে এর জবাবে শুভেন্দু অধিকারীর বলেন, ‘আমি পুরোটা যাচাই করে দেখে সবটা বলব। তৃণমূল গলা নকলও করতে পারে। ওদের বিশ্বাস নেই।’তবে তারা বিকেল সাড়ে চারটে নাগাদ এ নিয়ে সাংবাদিক বৈঠক করবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
❤ Support Us