- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৩, ২০২৩
মমতার “লক্ষ্মীর ভান্ডার” শুধু বাংলায় নয়, ছত্তিশগড়েও “হিট” !
তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করলেন তখন তাঁকে “তোষণের রাজনীতি” করছেন বলে সমালোচনা করেছিল কংগ্রেস ও বিজেপি। তবে এখন সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে চাইছেন কংগ্রেস ও বিজেপি। অথচ বাংলার বিজেপি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে বলেছিলেন, “ভিক্ষা”, কংগ্রেস বলেছিল, “তোষণের রাজনীতি”, তাহলে ছত্তিশগড়ে মমতার লক্ষ্মীর ভান্ডার অনুকরণ করে ভোট চাইছে কংগ্রেস ও বিজেপি, যদিও এই প্রশ্নের কোনও উত্তর নেই মমতার দুই বিরোধী শিবিরের নেতাদের মুখে। প্রশ্ন উঠেছে বাংলায় যেটা তোষণ, ভিক্ষা সেটা কি করে ছত্তিশগড়ে মান্যতা পেতে পারে কংগ্রেস ও বিজেপি নেতৃত্বের কাছে? এই প্রশ্ন যখন উঠছে তখন এই প্রসঙ্গে নীরব রয়েছে তৃণমূল।
২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয়বার অর্থাৎ ২০২১-এ সরকারে ফেরার পর তা তিনি বাস্তবায়িতও করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পের নাম দিয়েছিলেন “লক্ষ্মীর ভান্ডার”। শেষ হওয়া “দুয়ারে সরকার” শিবিরের পর জানা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা দু’কোটি ছাড়িয়ে গিয়েছে। তাই বলা যায় লক্ষ্মীর ভান্ডার দেশের অন্য রাজ্যে হিট।
প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে ছত্তিশগড়ে। এই ছত্তিশগড়েও মমতার “লক্ষ্মীর ভাণ্ডার” হিট! প্রথম দফা শেষ ও দ্বিতীয় দফা নির্বাচন শুরুর মাঝেই ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে রাজ্যের মহিলাদের বার্ষিক আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। একই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি নেতৃত্বও। তাই বলা যায়, বিরোধীরা মুখে বাংলার মুখ্যমন্ত্রীর সামাজিক কল্য়াণ প্রকল্পের নিন্দা, সমালোচনা করলেও নিজেদের রাজ্যে ভোট টানতে মমতার “জনমোহিনী” প্রকল্প “লক্ষ্মীর ভান্ডার”রেই ভরসা রাখছেন।
কংগ্রেস বলছে, ছত্তিশগড়ে ক্ষমতায় ফিরলে রাজ্যের সব মহিলাকে বছরে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছার সঙ্গে এই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এর আগেই, বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে রাজ্যে তারা সরকার গড়লে ছত্তিশগড়ের সমস্ত বিবাহিত মহিলাকে বছরে ১২ হাজার টাকা দেওয়া হবে।
ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের ময়দানে প্রধান প্রতিদ্বন্দ্বী দল–বিজেপি ও কংগ্রেস বাংলায় মুখ্যমন্ত্রী মমতার চালু করা “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পের অনুকরণে নেমেছে বললে অত্যুক্তি হয় না। ভুপেশ বাঘেল স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেস নারী ক্ষমতায়নে বিশ্বাস করে। রাজ্যে তারা ক্ষমতায় ফিরলে প্রথম দিন থেকেই এই বিষয়ে কাজ শুরু করবে। চালু করা হবে “ছত্তিশগড় গৃহলক্ষ্মী যোজনা”।
গত ৭ নভেম্বর ছত্তিশগড়ে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। ওই দিন মাওবাদী অধ্যুষিত ২০টি আসনে ভোট হয়। বাকি ৭০ আসনের ভোট হবে আগামী ১৭ নভেম্বর। ভোটগণনা আগামী ৩ ডিসেম্বর। দ্বিতীয় দফার ভোটের আগেই এবার নতুন প্রতিশ্রুতি ভুপেশ বাঘেলের। তিনি এক্স হ্যান্ডেলে দীপাবলির শুভেচ্ছাবার্তায় লেখেন, “কংগ্রেস সরকার গঠন করার পরেই ছত্তিশগড় গৃহ লক্ষ্মী যোজনা’য় প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে ১৫ হাজার টাকা। প্রতি বছর এই টাকা তাঁরা পাবেন।” তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের “লক্ষ্মীর ভান্ডার” শুধু বাংলাতেই নয়, ভিন রাজ্যেও “হিট”।
❤ Support Us