- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ৪, ২০২৩
“চিঠি পাইনি, কিছু জানি না”।ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন না, জানালেন মমতা
আগামী ৬ ডিসেম্বর, দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে “ইন্ডিয়া” জোটের বৈঠকে তিনি যাচ্ছেন না বলে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী ও “ইন্ডিয়া” জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ৬ ডিসেম্বরের এই বৈঠক সম্পর্কে কিছু জানান হয়নি, সোমবার রাজভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। এক ঘন্টার বৈঠক শেষে রাজভবনের থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, “ভালো মিটিং হয়েছে। এক ঘণ্টা আলোচনা করলাম পরে থাকা সমস্যাগুলো সমাধানের জন্য। এর পর আর সম্যস্যা হওয়ার কথা নয়। সুপ্রিম কোর্ট আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন, সেটা ভালো বিষয়। ৫ সদস্যের কমিটি নিয়ে যে সিদ্ধান্ত তাতে রাজ্যপাল তো সই করেছিলেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে।”
এর পরে সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬ ডিসেম্বর “ইন্ডিয়া” জোটের বৈঠকে যাওয়া নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, “ইন্ডিয়া জোটের বৈঠকের কোনও খবর আমি জানি না। আমায় কোনও চিঠি দেওয়া হয়নি। জানালে আমি অবশ্যই সময় রাখতাম। ৬ তারিখের বৈঠকে যেতাম। কোনও কিছু জানি না বলে আমি ৬ ডিসেম্বর উত্তরবঙ্গে যাচ্ছি। ১২ তারিখ পর্যন্ত আমার সেখানে কর্মসূচি আছে। আমি ১২ ডিসেম্বর ফিরব।”
❤ Support Us