- দে । শ
- ডিসেম্বর ১৯, ২০২৩
“মোদি-শাহর সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা নেই”, মোদির সঙ্গে বৈঠকের আগে বললেন মমতা
নরেন্দ্র মোদি এবং অমিত শাহর সঙ্গে ব্যক্তিগত ভাবে তাঁর কোনও সমস্যা নেই বলে সোমবার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দিল্লিতে সাংবাদিকদ বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো বলেন, নরেন্দ্র মোদি এবং অমিত শাহর সঙ্গে তাঁর কোনও “ব্যক্তিগত সমস্যা নেই”, তবে বিজেপির সঙ্গে “মতাদর্শগত পার্থক্য আছে।”
মমতার বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘বিজেপির পুরনো দিনের নেতারা সব কোথায় গেলেন? কেন তাঁরা আস্তে আস্তে ঘরে ঢুকে যাচ্ছেন?’’
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এমন কথা নতুন নয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীর প্রশংসা করেছেন। অটলজি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছেন। এল কে আদবানীর পরিবারের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা সুবিদিত। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন, বাজপেয়ী-আদবানীর বিজেপি ও মোদি-শাহর বিজেপি এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ীর সরকারের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীত্ব সামলেছেন।
নরেন্দ্র মোদি-অমিত শাহকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমালোচনা নতুন কিছু নয়। সম্প্রতি মোদি-শাহের নামোল্লেখ না করেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে বার্তা দিয়েছিলেন মমতা। নভেম্বরে দলের বিশেষ অধিবেশন থেকে তৃণমূলনেত্রী আরএসএসের উদ্দেশে বলেছিলেন, ‘‘আপনারা ধর্ম করুন, আমার কোনও আপত্তি নেই। আমার আপনাদের বিরুদ্ধে কোনও কিছু বলার নেই। কিন্তু দেশের জন্য যে লোক দু’টো সবচেয়ে ক্ষতিকারক, তাঁদের আর সাপোর্ট দেবেন না।” রাজনৈতিক মহলের মতে নাম না করলেও মমতা বুঝিয়ে দিয়েছিলেন তিনি মেদি-শাহর কথাই বলছেন।
তবে রাজ্যের পাওয়া আদায়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই রাজনৈতিক দুরদর্শিতার পরিচয় দিয়ে মোদির সঙ্গে বৈঠকের আগে বার্তা দিলেন, তাঁদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সমস্যা নেই, যা সমস্যা তার পুরোটাই রাজনৈতিক। এটা কি মমতার রাজনৈতিক কৌশল?
❤ Support Us