- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ২৮, ২০২৪
ধর্ষনের সাজা হোক ফাঁসি। বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ হবে বিল, বললেন মমতা
অন্যান্য বছরের তুলনায় এবার একটু ব্যতিক্রমী আবহে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে রাজ্যে । আর জি কর কাণ্ড নিয়ে তুলকালাম রাজ্য–রাজনীতি । এদিন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগে অন্য বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে তিনি উৎসর্গ করলেন আর জি কর হাসপাতালের ধর্ষিতা ও খুন হওয়া মহিলা চিকিৎসককে।
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।
আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং…
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2024
বুধবার মেয়ো রোডে অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় আর জি কর হাসপাতালের ধর্ষিতা ও খুন হওয়া মহিলা চিকিৎসককে ‘বোন’ বলে সম্বোধন করে একটা বার্তা দিয়েছেন । ‘এক্স’ হ্যান্ডেলে সেই বার্তায় মমতা ব্যানার্জি লিখেছেন, ‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েকদিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি ।’
সমাজে ছাত্র সমাজের কী ভূমিকা তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি । তিনি লিখেছেন, ‘এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন । আমার ছাত্র–ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন ।’ বুধবার বিজেপির ১২ ঘণ্টার বন্ধ উপেক্ষা করে এদিন মেয়ো রোডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে হাজির হন ছাত্র–ছাত্রীরা । বুধবার তূণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে সমাবেশের সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘ আসল আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা করছে বিজেপি । আজকে ওরা বনধ ডেকেছে তৃণমূলের কর্মসূচি নষ্ট করার জন্য । ওদের বডি চাই, আর আমরা বিচার চাই, দোষীদের শাস্তি চাই । ওরা আসল আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা করছে ।বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে । আমি তাদের ধিক্কার জানাই ।’ তিনি বিজেপির ডাকা বন্ধের সমালোচনা করে বলেন, ‘ কীসের বন্ধ । যদি বনধ করতে হয় তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বনধ করো । যিনি এজেন্সি লাগিয়ে মানুষের ওপর শুধু অত্যাচার করা ছাড়া কিছুই করেননি । এপ্রসঙ্গে তিনি অসম, মণিপুর, উত্তরপ্রদেশের উদাহরণও দেন । ‘
মঙ্গলবার নবান্ন অভিযান রুখতে পুলিশের ভূমিকা প্রশংসা করে তিনি বলেন, আমি কালকের জন্য পুলিশকে স্যালুট জানাই । সংযত থেকেছে, নিজেরা রক্ত দিয়েছে, কিন্তু বিজেপির উসকানিতে পা দেয়নি । এদিন দেশের বিচার ব্যবস্থার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, আমি আইনজীবীদের বলব কোর্টে বিজেপিক ছেড়ে দেবেন না । মানুষ যাতে কোর্টে গিয়ে বিচার পায়, তা সুনিশ্চিত করতে হবে । এদিন আরজি করের ঘটনার উল্লেখ করে মমতা বন্দোপাধ্যায় বলেন, ওখানে যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক । ঘটনার পরই আমারা বিচারের দাবিতে সাতদিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের দাবি জানিয়ে ছিলাম । এদিন আবারও কামদুনির ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘ আমরা দোষীর ফাঁসি চেয়েছিলাম, কিন্তু হাইকোর্ট দুজনের যাবজ্জীবনের সাজা দিয়েছিল । অনেক সময়ই সাজা প্রাপ্তদের ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব আসে । আমার প্রশ্ন কেন অত্যাচারীদের ছেড়ে দেওয়া হবে, ধর্ষকদের ছেড়ে দেওয়া হবে ? এটা কীসের নিয়ম । এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ‘। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই বিধানসভায় বিশেষ অধিবেশন আহ্ববান করা হবে । সেখানে যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে ফাঁসির শাস্তির দাবি জানিয়ে বিল পেশ করা হবে । এপ্রসঙ্গে তিনি বলেন, রাজ্যপাল যাতে সেই বিল ফেলে না রেখে দেন বা রাষ্ট্রপতিকে পাঠিয়ে দায় না এড়িয়ো যান, সেই জন্য রাজভবনে গিয়ে ধর্ণায় বসবেন তৃণমূলের মহিলা কর্মীরা । এপ্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘ রাজভবনেও একজন মহিলা কর্মী নির্যাতিত হয়েছেন, তিনি এখনো বিচার পায়নি ।’
মঙ্গলবারের নবান্ন অভিযানের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘কাল কারা এসেছিল, ছাত্রছাত্রীরা তোমাদের কারো সঙ্গে নেই, শুভ সমাজ নেই । বাংলার লোক হলে কি নবান্ন, রাজভবন চিনত না ? আমি তো দেখালাম রাজভবনের দক্ষিণ গেটে ঢিল মেরেছে । এরা কারা? কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে আশান্ত করবেন, তাঁরা মনে রাখবেন বাংলা অচল হয় না । ‘
Kolkata: CM Mamata Banerjee says, “I will call an assembly session next week to pass a bill from the Bengal Assembly and send it to the governor. However, I know he might not act on it. If he doesn’t, ensure that girls sit in front of Rajbhavan until the bill is passed. A female… pic.twitter.com/VB57n2pfuV
— IANS (@ians_india) August 28, 2024
আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য । দোষীদের শাস্তির দাবিতে গর্জে উঠেছে সবাই । সুবিচার চেয়ে দীর্ঘদিন ধরেই জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন । বুধবারও পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা । এদিন শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন ।
❤ Support Us