Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৮, ২০২৩

উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে পড়া তিন শ্রমিককে তাদের বাড়িতে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে পড়া তিন শ্রমিককে তাদের বাড়িতে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৩ বাংলার শ্রমিক সহ ৪১ জন শ্রমিককে বাইরে বার করে আনা এখন শুধু সামান্য সময়ের অপেক্ষা। বাংলার তিন শ্রমিককে উত্তরকাশী থেকে ফিরিয়ে আনার জন্য সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির আবাসিক কমিশনারের নেতৃত্বে একটি দল পাঠিয়েছেন। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে লিখেছেন :-

“আমাদের লোকদের সাহায্য করার জন্য উত্তরকাশীতে একটি দল ছুটে গেছে। নতুন দিল্লির আবাসিক কমিশনারের অফিসের লিয়াজো অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বে দলটি উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের পশ্চিমবঙ্গে তাদের বাড়িতে নিরাপদে ফিরিয়ে আনতে সহায়তা করবে।

দলটিতে আরও রয়েছে:
১.শুভব্রত প্রামাণিক: মোবাইল নম্বর 8981200471
২.সোমনাথ চক্রবর্তী: মোবাইল নম্বর 8130258750
৩.রাজু কুমার সিনহা: মোবাইল নম্বর 9968732695

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,  আমাদের রাজ্যের ৩ জন কর্মীকে ফিরিয়ে আনতে গাড়ি ও চালক-এর ব্যবস্থা করা হয়েছে। এই তিনজন শ্রমিকদের নাম মনির তালুকদার, পিতার নাম শ্রী কে. তালুকদার, বাড়ি কোচবিহার, সেভিক পাখেরা, পিতার নাম শ্রী অসিত পাখেরা, বাড়ি হরিণাখালি, শ্রী জয়দেব প্রামাণিক, পিতার নাম  শ্রী তাপস প্রামাণিক, বাড়ি নিমডাঙ্গি, হুগলি।এই তিন জনের সুবিধার্থে একটি গাড়িতে করে তাদের নিয়ে আসা হবে। সেই গাড়ির  নম্বর. WB02AP – 0014; ড্রাইভারের নাম এ. কুমার, মোবাইল মনবোৰ 9971413458।  এই তিনজন বাংলার শ্রমিক উত্তরকাশীতে ধসে পড়া সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গের ভিতরে আটকা পড়েছেন ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!