- Uncategorized এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২, ২০২৫
ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব মমতা । ব্লকে ব্লকে আন্দোলন গড়ে তোলার আহ্বান

বহু দুরারোগ্য ব্যাধির ওষুধের মূলবৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী । নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, পয়লা এপ্রিল থেকে কোলেস্টরেল, ক্যানসার সহ বহু ওষুধের মূল্যবৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্র, যা সাধারণ মানুষকে বিপন্ন করবে । এনিয়ে রাজ্যের প্রতিটি ব্লকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী ৪ এবং ৫ এপ্রিল তৃণমূলের তরফে রাজ্যে বিভিন্ন জায়াগায় প্রতিবাদ জানানো হবে। সংসদেও ওষুধের মূল্যবৃদ্ধির বিরোধিতায় দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন তিনি ।
শনিবারই লন্ডন সফর সেরে দেশে ফিরেছেন বাংলার মুখ্যমন্ত্রী । বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি । সেখান থেকেই পয়লা এপ্রিল থেকে,ওষুধের মূল্যবৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পরিষেবার পাশাপাশি, স্বল্পমূল্যে ওষুধ বিক্রিরও ব্যবস্থা করেছে । কিন্তু সুগার, ক্যানসার, কোলেস্ট্রল সহ প্রায় ৯০০টি ওষুধের ক্ষেত্রে প্রায় ৫৭% পর্যন্ত দাম বাড়ানোর অনুমতি দিয়েছে। যা সাধারন মানুষকে বিপন্ন করবে। পাশপাশি স্বাস্থ্যবীমাতেও জিএসটি লাগুর বিরোধিতা করেছেন তিনি। এদিন নবান্ন থেকে মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে জুমলাবাজি করার চেষ্টা করছে । তাঁর অভিযোগ, সমাজের বিশেষ শ্রেণীকে তোষণ করতে গিয়েই ওষুধের মূল্যবৃদ্ধি করেছে কেন্দ্রের সরকার। এর বিরোধিতায় রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি । আগামী চার এবং পাঁচ এপ্রিল, বিভিন্ন ব্লকে তৃণমূলের তরফে ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করা হবে । সংসদেও তোলা হবে প্রশ্ন । স্বাস্থ্য বীমা থেকে জিএসটি প্রত্যাহার এবং ওষুধের মূল্যবৃদ্ধির নির্দেশ প্রত্যাহার করতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘আবেদনে, অন্দোলনে কাজ না হলে রাস্তাই রাস্তা দেখাবে ‘।
Howrah: West Bengal CM Mamata Banerjee says, “We provided free treatment. We provided generic medicines at a very low cost…I have written to PM Modi. Central government has stopped all work for the poor. What is the Centre doing? Doing politics of divides and stoke riots among… pic.twitter.com/ansNhhDVQ1
— ANI (@ANI) April 2, 2025
এদিন ওয়াকফ সংশোধোনী বিল প্রসঙ্গে তাঁর মন্তব্য, সংবিধান অমান্য করে কারো অধিকারে হস্তক্ষেপ করা ঠিক নয় ।
পাশাপাশি রাজ্য জুড়ে রামনবমী, অন্নপূর্ণা এবং বাসন্তী পুজো পালন যাতে শান্তিপূর্ণ ভাবে হয়,সে নিয়েও প্রশাসনকে সজাগ থাকার কথা বলেছেন তিনি। পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘গৈরিকিকরণ আর রক্তিমকরণ করছে বিজেপি । সেখানে রাম বাম এক হয়ে গেছে । রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে । ক্রমাগত ফেক ভিডিয়ো তৈরি করে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে । সেই অপচেষ্টা কড়া হাতে রুখবে প্রশাসন ।’
Howrah: West Bengal CM Mamata Banerjee says, “They are doing a rally on Ram Navami. We want it to be peace. Everyone will do puja…I request everyone and all communities to maintain peace. Don’t create a riot-like situation. We will follow Ramakrishna, not jumla party. We will… pic.twitter.com/KVynE5nAo6
— ANI (@ANI) April 2, 2025
পাথরপ্রতিমার বাজি কারখানায় মর্মান্তিক বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই বাজি কারখানার বৈধ লাইসেন্স ছিল । দাহ্য পদার্থ এবং গ্যাস সিলিন্ডার পাশাপাশি থাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে । নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আগামীতে সাবধানতা অবলম্বন করেত হবে । এনিয়ে জনসচেতনতা বাড়ানোয় গুরুত্ব আরোপ করেছেন তিনি ।
Howrah: West Bengal CM Mamata Banerjee says, “I feel bad for the incident of blast at Patharpratima (in South 24 Parganas). Why were crackers and gas cylinders there? I appeal, please be alert so that no harm and death happens.” pic.twitter.com/jAwL0k77Zj
— ANI (@ANI) April 2, 2025
❤ Support Us