Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২০, ২০২৩

ইসকনের রথযাত্রার সূচনা করে বিশ্ব শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
ইসকনের রথযাত্রার সূচনা করে বিশ্ব শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার কলকাতার ইসকনের রথের রশিতে তন্ দিয়ে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই রথযাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়, সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। মঙ্গলবার বেলা ১টা নাগাদ প্রথা মেনে মুখ্যমন্ত্রী রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সামনে মঙ্গল আরতি করেন। তাঁদের পুষ্প অর্পণ করেন। তারপর রথ থেকেই শান্তির বার্তা দেন তিনি রাজ্যবাসীকে।

মুখ্যমন্ত্রী বলেন, “পুরীর দৈতাপতি ফোন করেছিলেন। বললেন, রথে উঠছি। আমাদের নামে পুজো দেবেন। মানুষের অন্তরে ঈশ্বর থাকেন। আমরা ভক্তি, বিশ্বাস দিয়ে ঈশ্বরের উপাসনা করি। মানুষের বিশ্বাসেই ঈশ্বরের উপস্থিতি। আগামী বছর দিঘার জগন্নাথ দেবের মন্দির সম্পূর্ণ হয়ে যাবে রথের আগে। আমরা ইসকনের মন্দিরের জন্য ৭০০ একর জিম্মি দিয়েছি। মাহেশের রথের জন্যও রাজ্য সহযোগিতা করেছে। আমি রাজ্যের, দেশের, বিশ্বের যে যেখানে জগন্নাথের পুজো করছেন, সবার জন্য শান্তি কামনা করছি।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কিছুদিন আগেই এক রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। অনেক মানুষ মারা গিয়েছেন। রথযাত্রা তো মুক্তির দিন। আমি তাঁদের আত্মার শান্তি কামনা করি।”

এদিন ইস্কনের প্রধান অনন্ত মোহন দাস মহারাজ বলেন, ‘”আমরা এমন এক জগতে বাস করছি, যেখানে সর্বদা উদ্বেগ এবং বিভ্রান্তি আমাদেরকে উত্তেজিত করে তুলছে। তাই আমরা মনের শান্তি চাই। তাই এই বছর কলকাতার রথযাত্রার থিম ‘মানসিক শান্তি’। ইসকনের লক্ষ্য আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে তাঁদের শান্তির দিকে পরিচালিত করা।’‌

অন্যান্যবারের মতো এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিষ্ঠার সঙ্গে রথের পুজো করতে দেখা গেল। বিশ্বের, দেশের এবং রাজ্যের মানুষের শান্তি কামনা করলেন তিনি। তিনি যখন রথযাত্রা নিয়ে ব্যস্ত তখন খবর আসে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে বলেছেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দেওয়া হয়েছে এবং রাজ্যের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে রথের উৎসব থেকে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। শুধু তাঁর গলায় শোনা গেল শান্তির বার্তা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!