Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৪

রোগী ফেরানো যাবে না, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিতে হবে, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
রোগী ফেরানো যাবে না, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিতে হবে, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তাল রাজ্য। প্রতিদিনই কোনও না কোনও বিক্ষোভ আন্দোলন চলছে। বিভিন্ন দাবি–দাওয়ার ভিত্তিতে কর্মবিরতি আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সরকারি হাসপাতালে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। অনেকেই বেসরকারি হাসপাতালের শরণাপন্ন হচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিস্কার নির্দেশ, কোনও বেসরকারি হাসপাতাল রোগী ফেরাতে পারবে না। স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা থেকেও বঞ্চিত করা যাবে না।
বুধবার রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকেই রাজ্যের মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোকে স্পষ্ট বার্তা দিতে হবে, কোনও রোগীকে ফেরানো যাবে না। স্বাস্থ্যসাথী কার্ডও ফেরাতে পারবে না। মানুষকে কোনওভাবেই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি বেসরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগেই প্রশাসনিক বৈঠকে বেসরকারি হাসপাতালে আচরণ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর জি করে বহিরাগতদের হামলা আটকাতে গিয়ে টালা থানার ওসি আহত হন। ৬টি বেসরকারি হাসপাতাল ওসিকে ভর্তি করতে চায়নি। সেই উদাহরণ তুলে ধরে প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেছিলেন, একজন পুলিশ অফিসারকে চার–চারটি বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দেওয়ার সাহস পায় কোথা থেকে? বর্তমান পরিস্থিতিতে বেশকিছু বেসরকারি হাসপাতাল সুযোগ নিতে চাইছে। স্বাস্থ্যসাথী কার্ডও ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এই অবস্থায় কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর। পাশাপাশি তিনি বৈঠকে বসে সামনা–সামনি বেসরকারি হাসপাতালগুলির সমস্যার কথাও শুনতে চান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!