- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ২২, ২০২৩
রাজীব সিনহার নিয়োগ প্রত্যাহারের খবর নেই আমার কাছে। এজেন্সি দিয়ে রাজনীতি করছে কেন্দ্র। পাটনা সফরের আগে বললেন মুখ্যমন্ত্রী

রাজ্য নির্বাচন কমিশনারকে সরানোর জন্য জয়েনিং রিপোর্ট ফেরত নিয়ে তাঁর কাছে কোনও খবর নেই বলে বৃহস্পতিবার পাটনা যাওয়ার আগে সাফ জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “আমার জানা নেই। ফাইলটা আপনার পকেটে আছে নাকি? আমাদের কাছে নেই। এটা জীবনে হয়নি। এটা অভূতপূর্ব ঘটনা। উনি শপথ নিয়েছেন। ওনার ফাইল ক্লিয়ার হয়েছে। ওনাকে সরাতে হলে ইমপিচ করতে হবে, যেমন বিচারপতিদের ক্ষেত্রে হয়।”
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে বিরোধীদের নিশানা করে বলেন, “রাজনীতিতে না পেরে সবকটি এজেন্সিকে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। আমি রাজ্যের মানুষদের বলছি কমিশনারের কথা মতো কাজ হচ্ছে, আপনারা আপনাদের ভোট দিন। উনি ওনার মতো কাজ করুক।”
মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে বলেন, “৭১ হাজার বুথের মধ্যে মাত্র ৪টে বুথে গন্ডগোল হয়েছে। আমাদের ২ জন মারা গেছেন। এর মধ্যেই সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে দিয়েছে। ৯৬ শতাংশ মনোনয়ন ত্রিপুরায় করতে দেওয়া হয় না। আমাদের পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত। আমাদের পুলিশ যথেষ্ট স্মার্ট। কেউ যেন বেশি স্মার্টনেস না দেখায়। যাদের ভোট দেওয়ার দেবে। মানুষের চেয়ে তো বেশি সংখ্যাটা (পড়ুন সেনা বাহিনী) হবে না। আমরা একটা নির্বাচিত সরকার। জিতে আসার দিন থেকে ১০০ দিনের টাকা দিচ্ছে না, বাড়ির টাকা দিচ্ছে না। জিএসটি নিচ্ছে, আমাদের রাজ্যের অংশ রাজ্যকে দিচ্ছে না।”
পাটনা যাওয়ার আগে পাটনার বিরোধী দলের বৈঠক প্রসঙ্গে যে তিনি আশাবাদী, বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কাল বৈঠক। যা বলার কাল বলব। তবে মানুষ এক হবে ওদের বিরুদ্ধে।”
এদিন মণিপুর নিয়ে উদবেগ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্র বৈঠক ডাকল। আমি অনেক আগেই বলেছিলাম। বৈঠকে আমি ডেরেক ও’ ব্রায়েনকে পাঠাব। মণিপুর জ্বলছে, মানে আমাদের হৃদয় জ্বলছে।”
❤ Support Us