- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১, ২০২৩
লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে মমতার দলীয় সভা
আগামী ১৬ নভেম্বর দলের সব নেতা-কর্মী-জনপ্রতিনিধিদের নিয়ে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় আগামী লোকসভা নিয়ে দলীয় কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সূত্রে এমনটাই জানা গেছে। বছর শেষ হলেই লোকসভা নির্বাচনের দামামা বাজবে। তাই সব দলের মতো তৃণমূল প্রস্তুতি পর্ব শুরু করে দিতে চাইছে। এবারের তৃণমূলের লোকসভা নির্বাচনের কর্মসূচির মধ্যে প্রধান গুরুত্ব পেতে চলেছে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়গুলি। পাশাপাশি রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করার বিষয়টিও তৃণমূলের লোকসভা নির্বাচনের কর্মসুচিতে গুরুত্ব পাবে।
যতই লোকসভা নির্বাচন এগিয়ে এসেছে ততই কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার তৃণমূল নেতানেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গ্রেফতারির মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতি কি ভাবে তৃণমূল মোকাবিলা করবে তার পথ বাতলে দিতেই ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন অর্থাৎ ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বৈঠকে নির্দেশিকা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই আমরা দেখেছি, ১০০দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করতে তৃণমূল আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি চালিয়েছিলেন বকেয়া আদায় ও রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এই বিষয়ে হস্তক্ষেপের দাবিতে। রাজ্যপাল তৃণমূলের দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে রাজ্যের দাবির কথা জানিয়েছেন বলে অভিষেককে মেল করার পর অভিষেক পাল্টা রাজ্যপালকে অভিনন্দন জানিয়ে অবস্থান কর্মসূচিও তুলে নেন। তবে তিনি বলেছিলেন, ৩০ অক্টোবরের মধ্যে কেন্দ্র রাজ্যের বকেয়া না দিলে তার পর বকেয়া আদায়ের দাবিতে ১ নভেম্বর থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে বসবেন। অভিষেকের দেওয়া সেই ৩১ অক্টোবরের সেই সময়সীমা পার হয়ে গিয়েছে।
এরই মধ্যে রাজ্যের আর এক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন। এই পরিস্থিতিতে তৃণমূলের ওপর রাজনৈতিক ভাবে দুর্নীতির অভিযোগের সুর আরও চড়িয়েছে বিজেপি ও বাম-কংগ্রেস। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো ১ নভেম্বর কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগে আন্দোলন শুরু হয়নি। এই পরিস্থিতিতে কালক্ষেপ না করে এখনই তৃণমূল দলকে লোকসভা নির্বাচনের ময়দানে নামিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আন্দোলনের অভিমুখ হতে চলেছে কেন্দ্রীয় বঞ্চনা ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের কুৎসার জবাব দেওয়া।
❤ Support Us