- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১২, ২০২৩
দিল্লির সংসদ ভবনে মমতা-মোদি বৈঠক ২০ ডিসেম্বর
আগামী ২০ ডিসেম্বর, সকাল ১১টায়, দিল্লির সংসদ ভবনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। বৈঠকের বিষয় রাজ্যের বকেয়া আদায়। এই মুহূর্তে কেন্দ্রের কাছে রাজ্যের বিভিন্ন প্রকল্প থেকে বকেয়া টাকার পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। শুধু ১০০ দিনের কাজেই কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৭ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আগেই স্পষ্ট জানিয়েছেন, রাজ্য থেকে কেন্দ্র জিএসটি নিয়ে যায়। রাজ্যের এই করের টাকার রাজ্যের অংশ প্রাপ্য। কিন্তু কেন্দ্র অন্য রাজ্যকে তাদের প্রাপ্য মেটালেও বাংলাকে প্রাপ্য মেতে না। এর ফলে রাজ্যের ১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে রাজ্যের বাকি। রাস্তা, অবস্ যোজনার টাকা রাজ্যকে কেন্দ্র দিচ্ছে না। রাজ্য কিন্তু এই কাজ বন্ধ রাখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের এই টাকা পাওয়া সাংবিধানিক অধিকার। এই টাকা কেন্দ্র আটকে রাখতে পারে না। রাজ্য কেন্দ্রের কাছে ভিক্ষা চাইছে না। এই টাকা রাজ্যের প্রাপ্য, ন্যায্য দাবি রাজ্যের। মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন। তিনি এই কথা জানিয়ে বলেছিলেন ১৮,১৯,২০ এই তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে যে কোনও একটি তারিখে সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত মঙ্গলবার জানা গেছে, ২০ ডিসেম্বর, সকাল ১১টার সময়, দিল্লির সংসদ ভবনে মোদি-মমতা বৈঠক। মমতা এই বৈঠকে প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলবেন, এই টাকা রাজ্যের প্রাপ্য, রাজ্য ভিক্ষা চাইছে না।
আমরা দেখেছি এর আগে ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের দাবিতে দিল্লি ও কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন। শেষে রাজ্যপালের আশ্বাস পেয়ে অভিষেক বলেছিলেন, কেন্দ্র দাবি না মানলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে রাজ্যের বকেয়া টাকা আদায়ের আন্দোলনে নামবেন। তবে আন্দোলনে নামার আগেই প্রধানমন্ত্রী সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতার মূল লক্ষ্য বাংলার গরিব মানুষ ১০০ দিনের কাজ করেছেন। এই মানুষগুলো গরিব। তাই এদের টাকা দিতেই হবে। তাছাড়া গ্রামীণ রাস্তা, আবাস যোজনা, স্বাস্থ্য খাতেও কেন্দ্রের কাছে রাজ্যের টাকা প্রাপ্য রয়েছে। সব বকেয়া টাকাই মোদির কাছ রাজ্যের জন্য চাইবেন মমতা।
❤ Support Us