Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ১২, ২০২৩

দেবীপক্ষ শুরুর আগেই উমার আবাহন, কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
দেবীপক্ষ শুরুর আগেই উমার আবাহন, কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন মমতার

এখনও পিতৃপক্ষ শেষ হয়নি। শুরু হয়নি দেবীপক্ষ। তবে মহালয়ার আগেই কালীঘাটে নিজের বাড়ি থেকে ভার্চুয়ালি কলকাতা ও জেলার দূর্গা পুজোর উদ্বোধন করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে বাংলায় মহালয়ার আগেই ধ্বনিত হল আগমনি সুর। বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে ভারচুয়ালি জেলা ও কলকাতার আনুমানিক ৮০০তীর বেশি দুর্গাপুজোর উদ্বোধন করে ২০২৩-এর শারদোৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাঁর শরীর আগের চেয়ে অনেকটা ভাল। তবে পায়ে সমস্যা আছে। সংক্রমণ হয়েছে। চিকিৎসকরা এই সময় তাঁকে হাঁটাচলা করতে নিষেধ করেছেন।বলেছেন, হাঁটাহাঁটি করলে তাঁর অবস্থা পায়ের আরও খারাপ হতে পারে। তাই তিনি সশরীরে যেতে পারলেন না জেলার পুজো মণ্ডপগুলিতে। কিন্তু মানসিকভাবে তিনি সকলের কাছে পৌঁছে পৌঁছেছেন। পুজো সকলের ভালো কাটুক, সকলকে শুভনন্দন ! সংক্ষিপ্ত ভাষণ এই শুভেচ্ছাবার্তায় শেষ করে মুখ্যমন্ত্রী পুজোর সূচনা করে দিলেন।

মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ও সংলগ্ন এলাকার দূর্গা পুজো উদ্বোধন করে চলেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের উদ্বোধনী শঙ্খ বেজে ওঠে। দর্শনার্থীদের জন্য খুলে যায় বিভিন্ন মণ্ডপের দ্বার। কলকাতার নামী পুজো থেকে জেলার ছোট-বড় নানা বাজেটের পুজো উদ্বোধন করেন মতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরই সকলে মণ্ডপ দর্শনে যেতে পারেন। মহালয়ার আগে আগেই কলকাতার বিখ্যাত পুজোগুলোর সূচনা হয়ে যায়।  সন্ধে থেকে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ছোটেন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনের জন্য।

তবে এই বছর পরিস্থিতি সেটা হতে দিল না। মুখ্যমন্ত্রীর পায়ে চোট রয়েছে এবার । গত মাসের ২৩ তারিখ বিদেশ সফর থেকে ফেরার পর ২৪ তারিখ তিনি এসএসকেএমে চিকিৎসার জন্য যান। সেখানে পরীক্ষানিরীক্ষা হয়। চিকিৎসকরা জানান, তাঁর বাঁ হাঁটুতে সমস্যা আছে, বিশ্রাম প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ মেনে মুখ্যমন্ত্রী আপাতত ঘরবন্দি। চলছে চিকিৎসা। এই  অবস্থায় হেঁটে হেঁটে পুজো উদ্বোধন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। তাই কালীঘাটের বাড়ি থেকেই দুর্গাপুজোর ভার্চুয়াল শুভারম্ভ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, হাতিবাগান সর্বজনীন, আহিরিটোলা সর্বজনীনের দূর্গা পুজো উদ্বোধন করলেন পর পর। সঙ্গে সঙ্গে ভার্চুয়ালি জেলার পুজোরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে মহালয়ার আগে দূর্গা পুজো উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রীকে সমালোচনা আগেই করেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, পঞ্জিকায় দূর্গা পুজোর নির্ঘণ্ট লেখা থাকে। সেসব না মেনে দেবীপক্ষের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দূর্গা পুজোর উদ্বোধন করে দিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!