- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৮, ২০২৪
গার্ডেনরিচে মুখ্যমন্ত্রী, বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
মাথায় চোট নিয়েই গার্ডেনরিচে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে বহুতল ভাঙার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন।
গার্ডেনরিচ বহুতল ভাঙার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সবাই নয়, কিছু প্রমোটার কোনো নিয়ম না মেনেই বহুতল নির্মাণ করছেন। ঘিঞ্জি এলাকায় বাড়ি তৈরির আগে তাদের সচেতন হওয়া উচিত , আশপাশে যে সব গরিব মানুষগুলো আছেন, তাঁদের যেন কোনও ক্ষতি না হয়। বাড়ি যাতে মজবুত হয় এবং তা আইনি স্বীকৃতি কি না, তাও দেখা দরকার।’ গার্ডেনরিচ নির্মীণমান বহুতল ভেঙ্গে প্রাণ হারিয়েছেন ৫জন। মৃত এবং আহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের দেখতে হাসপাতালে গেছেন মুখ্যমন্ত্রী।
❤ Support Us