Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২৭, ২০২২

কোভিড আক্রান্ত সন্ধ্যা, শিল্পীকে দেখতে হাসপাতালে মমতা।

আরম্ভ ওয়েব ডেস্ক
কোভিড আক্রান্ত সন্ধ্যা, শিল্পীকে দেখতে হাসপাতালে মমতা।

নবতিপর শিল্পী সন্ধ্যা মুখ্যাপাধ্যায় করোনায় আক্রান্ত । আজ সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্নের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সন্ধ্যা। তাঁর চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী এসএসকেএমে ঢুকেই চিকিৎসক সোমনাথ কুণ্ডু, অসীম কুণ্ডু, নীলাদ্রি সরকারদের সঙ্গে কথা বলেন। শিল্পীর শারীরিক পরিস্থিতি খোঁজখবর নেন। আপাতত আইসোলেশনে রয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নবতিপর শিল্পীকে কোভিডে আক্রান্ত বলেই বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে স্থানন্তরিত করা হচ্ছে। উনি দ্রুত সেরে উঠুন, কামনা করছি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!