শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
নবতিপর শিল্পী সন্ধ্যা মুখ্যাপাধ্যায় করোনায় আক্রান্ত । আজ সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্নের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সন্ধ্যা। তাঁর চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী এসএসকেএমে ঢুকেই চিকিৎসক সোমনাথ কুণ্ডু, অসীম কুণ্ডু, নীলাদ্রি সরকারদের সঙ্গে কথা বলেন। শিল্পীর শারীরিক পরিস্থিতি খোঁজখবর নেন। আপাতত আইসোলেশনে রয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নবতিপর শিল্পীকে কোভিডে আক্রান্ত বলেই বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে স্থানন্তরিত করা হচ্ছে। উনি দ্রুত সেরে উঠুন, কামনা করছি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34