Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৬, ২০২৫

কারোর ওপর আঘাত কাম্য নয়, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা। বিপর্যস্তদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

প্রশাসনিক সহায়তার আশ্বাস, আগামীকাল মিরিক যাবেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
কারোর ওপর আঘাত কাম্য নয়, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা। বিপর্যস্তদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

বিদ্ধস্ত উত্তরবঙ্গের নাগরাকাটার কালীখোলা পৌঁছে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রবল জলের স্রোতে যাদের ভোটার কার্ড, আধার কার্ড, বাড়ির দলিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ভেসে গেছে সেই নথি সরকার আবার তৈরী করে দেবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি দেখার নির্দেশ দেন। পাশাপাশি নিচু জায়গায় যারা আছেন তাদের সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে আসার জন্য জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। মঙ্গলবার মিরিক যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, মানুষের খাদ্য, বাসস্থান নষ্ট হয়ে গেছে । এসব নিয়ে কেউ রাজনীতি করবেন না। শান্তি বজায় রেখে মানুষের পাশে থেকে আবার নতুন করে সব শুরু করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সবাই আস্তে পারেন, তবে শান্তি বজায় রাখুন। মানুষ বিপন্ন। সংকটে তাদের পাশে থাকুন।

রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী রবিবার বলেছিলেন, উদ্ধার কাজ এনডিআরএফ করছে। রাজ্য সরকার কি করছে? মুখ্যমন্ত্রী সোমবার নাগরাকাটায় দাঁড়িয়ে কারোও নাম না করে বলেন, এনডিআরএফ এসেছে। তারা উদ্ধার কাজ করছে। সঙ্গে রাজ্যের পুলিশ, বিপর্যয় মোকাবিলা কর্মী, রাজ্য সরকার সবাই এক সঙ্গে উদ্ধার কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন তিনি যখন রেল মন্ত্রী ছিলেন তখন তিনি এনডিআরএফ যাতে ভালো ভাবে কাজ করতে পারে তার জন্য উদ্যোগ নিয়েছিলেন।

এদিন মুখ্যমন্ত্রীর কাছে বহু মানুষ কেঁদে জানান, তাঁদের ঘর-বাড়ি সব ভেসে গেছে। তাদের জন্য যেন মুখ্যমন্ত্রী কিছু করেন। মুখ্যমন্ত্রী বলেন, “জলের তোরে সব ভেসে গেছে। ভুটান পাহাড় থেকে জল এসেছে। আগামী ৪/৫ দিন হাই টাইড আসার কথা আছে। জল নামুক। সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হবে প্রশাসনের তরফে।” মুখ্যমন্ত্রী সোমবার নাগরাকাটার কালিখোলার ভেঙে যাওয়া কালভার্ট পরিদর্শন করেন। জেলা প্রশাসনকে নির্দেশ দেন দুর্গতদের পাশে থেকে সব রকম সাহায্য করতে। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের বাড়ি তৈরী করে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার তিনি মিরিক যাবেন। সেখানে যে ব্রিজ ভেঙে গেছে জল নামার পর সেটি নির্মাণ করা হবে। নাগরাকাটার কালীখোলায় সংলগ্ন অঞ্চলের কাছাকাছি সোমবার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মানুষদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার কাজ করার আহ্বান জানান। বলেন, সবাই আসুন, তবে এমন কাজ করবেন না, এমন কথা বলবেন না যাতে সমস্যা বাড়ে।

নাগরাকাটার কালীখোলায় রাজ্য সরকারের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে। বিপন্ন মানুষদের দ্রুত ত্রাণ শিবিরে চলে আসার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দেন জল নামলে সবার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে তাদের ঘরবাড়ি তৈরী করে দেওয়া, দলিল নষ্ট হয়ে গেলে তা দেওয়া, আধার কার্ড সোহো সব গুরুত্বপূর্ণ নথি জল নামলে বিশেষ শিবির করে পুনরায় করে দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!