Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ৪, ২০২৩

১১ জানুয়ারি থেকে মানুষের দুয়ারে মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
১১ জানুয়ারি থেকে মানুষের দুয়ারে মমতা

সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধাকে পৌঁছে দিতে উদ্যোগী রাজ্যের প্রশাসন। এই প্রসঙ্গে গত দুই জানুয়ারি, নজরুল মঞ্চের সভা থেকে ঘোষণা করেছিলেন দলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।  সেই কর্মসূচির বাস্তবায়নে এবার হাজির থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

কয়েক দিন আগে ‘দিদির দূত’ ও ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির ঘোষণা করে তৃণমূল। সেদিনই দলনেত্রী জানিয়েছিলেন এই কর্মসূচিতে তিনি নিজে উপস্থিত থাকবেন। আজ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়কের কথায় সেই প্রতিশ্রুতির সুরই ধ্বনিত হল। দক্ষিণ কলকাতার জেলা তৃণমূলের সভাপতি দেবাশীষ কুমারের কথায় ভবানীপুর কেন্দ্র থেকেই কাজ শুরু করতে চান মমতা। উল্লেখ্য, ভবানীপুর মুখ্যমন্ত্রীর নিজেরই কেন্দ্র। আগামী ১১ জানুয়ারী শুরু হতে চলেছে কর্মসূচি।

প্রসঙ্গত, আগামী সপ্তাহে বুধবার থেকে শুরু হতে চলা এই কর্মসূচিতে দক্ষিণ কলকাতায় দশটি বিধানসভা কেন্দ্র অন্তর্ভূক্ত করেছে তৃণমূল। একটি এলাকার বিধায়ক অন্য এলাকায় যাবেন কাজ করতে। মানুষের কার কি অসুবিধা আছে তা এই কর্মসূচির  মাধ্যমে জানার চেষ্টা করবে দল।

তৃণমূলের দলীয় সূত্রে খবর, দলের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে কারা যাবেন তা নিয়ে। সমস্যার সমাধান করতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে একজন নেতাকে পাঠাবার কথা ভাবা হচ্ছে। সঙ্গে থাকবেন তৃণমূলের অন্য নেতারাও। পঞ্চায়েত নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি, বগটুই গণহত্যা, আবাস যোজনা দুর্নীতি সহ একাধিক অভিযোগে জেরবার দল।সেই ড্যামেজ কন্ট্রোলে এবার নিজেই মানুষের কাছে পৌঁছে গিয়ে দলের স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টাতেই এই তৎপরতা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!