Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৪

গ্রেফতারির ভয় পাই না, অভিষেককে পাশে নিয়ে মেটিয়াবুরুজ থেকে বিজেপিকে নিশানা মমতার

হিট স্ট্রোকে মৃত্যু তৃণমূল কর্মীর, সাত দফায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমালোচনায় অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রেফতারির ভয় পাই না, অভিষেককে পাশে নিয়ে মেটিয়াবুরুজ থেকে বিজেপিকে নিশানা মমতার

সপ্তম দফার নির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজে তাঁরা যৌথসভা করেন । সেখান থেকে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী । মমতা বলেন, ‘বলছে আমাকে, অভিষেককে গ্রেফতার করবে । তো কর না ? কত কারাগার আছে, দেখ অ্যারেস্ট করে।’ সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘ একটাই দল যে বিজেপির সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়বে । ঝুঁকেগা নেহি ।’ অভিষেককে পাশে নিয়ে এদিন মমতা বলেন, ‘একটা প্রধানমন্ত্রী, হাঁটুর বয়সি ছেলের সঙ্গে রাজনীতি করছে । ওঁর পিছনে লাগছে । ও কিন্তু অনেক ছোটবেলা থেকে রাজনীতি বুঝে গিয়েছে । ও আড়াই বছর বয়স থেকে এটা করছে । সিপিএম যখন আমাকে মেরেছিল, আমার মাথা ফেটে গিয়েছিল । সেটা দেখে একটা পতাকা হাতে তুলে নিয়ে ও বলত, দিদিকে মারলে কেন? সিপিএম জবাব দাও৷’ মমতা এদিন বলেন, ‘ আমাদেরও অনেকে ধমকান অনেক সময়ে । কিন্তু হুমকি দিয়ে আমাদের কিছু করা যাবে না । আমরা লড়তে পারি । ’মঞ্চ থেকেই সরাসরি প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন, ‘রাজনীতি করার নামে মিথ্যা কথা বলবেন না । রাজনীতি করা আপনাকে মানায় না । এত মিথ্যা কথা, এত নাটক, এত জুমলাবাজি, এত ছলনা হবে না ।’

এর পর সাংসদ হিসেবে অভিষেকের কাজের ভূয়সী প্রশংসা করেন মমতা । বলেন, ঝড়-জল যা-ই হোক, ও নিজের কেন্দ্রের পাশে থাকে। ওকে বলিও, তুই পারিস বটে । ওর মতো কেউ লোকসভা দেখতে পারে না ।

এদিকে জঙ্গিপুরের পর ডায়মন্ড হারবারেও হিট স্ট্রোকের বলি আরও এক তৃণমূল কর্মী । এদিনের সভায় দলীয় পতাকা লাগাতে গিয়ে মৃত্যু হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মী নাসিরউদ্দিন মোল্লার । দলের কর্মীর মৃত্যু সংবাদের প্রসঙ্গ উত্থাপন করে সভা মঞ্চ থেকে এদিন সাত দফায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে ফের সরব হন অভিষেক ব্যানার্জি । তিনি বলেন, ‘এখানে আসার আগে শুনলাম ১৪০ নম্বর ওয়ার্ডে হিট স্ট্রোকে তৃণমূল কর্মী নাসিরউদ্দিন মোল্লার মৃত্যু হয়েছে । আমরা চেয়েছিলাম মার্চ এপ্রিলে ভোট হোক । কিন্তু গরিব মানুষকে শাস্তি দেবে বলে তীব্র গরমের মধ্যে সাত দফায় নির্বাচন করেছে । আমাদের একজন সক্রিয় কর্মীকে এই কারণে আজ হারালাম । আজকের সভায় দাঁড়িয়ে বলছি, নাসিরের পরিবারের সব দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম ।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!