Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৯, ২০২৩

ন্যায় সংহিতা বিলের বিরোধিতা করে অমিত শাহকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
ন্যায় সংহিতা বিলের বিরোধিতা করে অমিত শাহকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ন্যায় সংহিতা বিলের বিরোধিতা করে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় সভা করতে আসার দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে চিঠিতে লিখেছেন, আগামী শীতকালীন অধিবেশনে প্রস্তাবিত ফৌজদারি এবং দেওয়ানি বিলগুলির সংশোধনি নিয়ে তাড়াহুড়ো করবেন না।

মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, বর্তমান লোকসভার মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে ৷ এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করে নতুন লোকসভার সদস্য এবং পরবর্তী সরকারের হাতেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনার জন্য ছাড়া উচিত ৷ এই বিলগুলি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে খুঁটিয়ে দেখার পর নিজেদের মতামত রাজ্য সরকারের সচিবালয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বর্তমান লোকসভার মেয়াদ প্রায় শেষ হয়ে যাওয়ার মুখে৷ এই পরিস্থিতিতে অত্যন্ত সংবেদনশীল এই বিলগুলির অদল বদল সংক্রান্ত বিষয়টি নতুন সরকার এবং নতুন লোকসভার উপরেই ছাড়া উচিত বলেও চিঠিতে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আগামী শীতকালীন অধিবেশনে ভারতীয় ফৌজদারি এবং দেওয়ানি বিধির নাম বদল করে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষী সংহিতা বিল তিনটি সংসদে পেশ করার কথা আছে কেন্দ্রীয় সরকারের ৷ মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন ভারতীয় দণ্ডবিধির বা দেওয়ানি বিধির মতো দীর্ঘদিন ধরে চলে আসা আইনগুলিতে যদি তাড়াহুড়ো করে পরিবর্তন আনা হয় তাহলে দেশের জনজীবনে তার সুদুর প্রসারী প্রভাব পড়বে ৷ মুখ্যমন্ত্রীর পরামর্শ, এই সংক্রান্ত যে কোনও পদক্ষেপ করার আগে বিচারপতি, মানবাধিকার কর্মী, সাধারণ মানুষের মতামত নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের ৷

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রস্তাবিত এই বিলগুলির বিরোধিতা করেছে কংগ্রেস এবং তৃণমূল ৷ ডিএমকে সহ ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলিও নিজেদের আপত্তির কথা জানিয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরোধী আপত্তি উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত বিলগুলি পাস করানোর চেষ্টা করলে তৃণমূল সাংসদরা সর্বত ভাবে তার বিরোধিতা করবেন বলেই তৃণমূলের সিদ্ধান্ত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!