Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২, ২০২৪

জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারে দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারে দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

জীবনবিমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি লাগুর প্রতিবাদে বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়া পোস্টে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । এবার তা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দোপাধ্যায় ।

সোশ্যাল মিডিয়ার পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছিলেন, জিএসটি প্রত্যাহার না করা হলে পথে নেমে আন্দোলন করবে তাঁর দল তৃণমূল কংগ্রেস ৷ অর্থমন্ত্রীকে লেখা চিঠিতেও বিমায় জিএসটি লাগুর জনবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি ।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, যে হারে জিএসটি দেওয়া রয়েছে তাতে সাধারণ মানুষের বিমা খরচের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপানো হয়েছে। মানুষের স্বার্থে এই জিএসটি প্রত্যাহার করা হোক । বিমার কিস্তিতে জিএসটি লাগু করাকে একটি জনবিরোধী সিদ্ধান্ত বলেও চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দোপাধ্যায় বলে জানা গেছে৷

বিমায় জিএসটি লাগুর প্রতিবাদে বৃহস্পতিবার সোশ্যাল পোস্টে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘ অসুস্থতা, দুর্ঘটনা, এবং মৃত্যুর মতো কঠিন সময়ে মানুষকে আর্থিকভাবে সাহায্য করাই জীবনবিমা এবং স্বাস্থ্য বিমার মূল উদ্দেশ্য । এই বিমা কঠিন সময়ে স্বজনহারাদের বা বিপদের মধ্যে থাকা পরিবারগুলির সহায় হয়ে দাঁড়ায় । কিন্তু বিমার উপর জিএসটি চাপানো নাগরিকের উপর বোঝা বাড়াচ্ছে । ‘ বর্তমান কর কাঠামোয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হয় ।

শুক্রবার সংসদেও বিমায় জিএসটি প্রত্যাহারের ইস্যুতে সরব হয়েছিল তৃণমূলের সাংসদরা । কিন্তু সংসদে এই ইস্যুতে বলতে উঠলেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে । এরই প্রতিবাদে সংসদ থেকে ওয়াক-আউট করে তৃণমূল কংগ্রেস ।

২০১৭ সালে গোটা দেশে জিএসটি বিধি চালু করে মোদি সরকার । গোড়া থেকেই জিসেটি প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি নিয়ে বার বার সরব হয়েছে বিরোধীরা । জিএসটির সরলীকরণের দাবিও তোলে কংগ্রেসে । প্রসঙ্গত, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়িও৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!