Advertisement
  • এই মুহূর্তে দে । শ বৈষয়িক
  • মার্চ ৩, ২০২৫

শিল্পের অনুমোদনে গড়িমসি বরদাস্ত নয়, প্রথম সমন্বয় বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর।নবান্নে উদ্বোধন সিনার্জি পোর্টালের

আরম্ভ ওয়েব ডেস্ক
শিল্পের অনুমোদনে গড়িমসি বরদাস্ত নয়, প্রথম সমন্বয় বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর।নবান্নে উদ্বোধন সিনার্জি পোর্টালের

রাজ্যের প্রথম শিল্প সমন্বয় কমিটি বৈঠক অনুষ্ঠিত হলো নবান্নে । শিল্পপতিদের নিয়ে এই বৈঠক থেকে বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্টবার্তা, শিল্প নিয়ে টালবাহানা সহ্য করবে না রাজ্য সরকার। প্রথম সমন্বয় বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের অনুমোদন দিতে কোনও কাজ ফেলে রাখা যাবে না । কেউ যদি এই কাজে দেরি করেন বা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই কাজ না করেন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

সোমবারই সূচনা হল সিনার্জি পোর্টালের । যেখানে বিনিয়োগকারীরা সরাসরি তাঁদের উপদেশ, পরামর্শ, প্রস্তাব দিতে পারবেন । সিনার্জি কমিটির মাথায় রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ ।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি ১৫ দিন অন্তর এই কমিটি বৈঠক করবে । জেলাস্তরেও জেলাশাসকের নেতৃত্বে এই ধরনের কমিটি গঠনের কথা জানিয়ে, মমতা বন্দোপাধ্যায় বলেছেন, আগামী তিনদিনের মধ্যে সেই কাজ তরান্বিত করতে হবে । পাশাপাশি রাজ্যে শিল্প স্থাপনে প্রয়োজনীয় জমির বিষয়ে তিনি বলেছেন, রাজ্যে এখন অনেকেই শিল্পস্থাপনে আগ্রহী, সেক্ষেত্রে জমি যাতে বাধা না হয়ে দাড়ায় এজন্য সরকারের বিভিন্ন দফতরের হাতে থাকা অব্যবহৃত জমির খতিয়ান তিন দিনের মধ্যে চেয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, ‘যে জমি পড়ে রয়েছে তা দখল হয়ে যাচ্ছে । আগামী তিন দিনের মধ্যে জানাতে হবে কোন দফতরের হাতে কত অব্যবহৃত জমি রয়েছে ।’ পাশাপাশি শিল্পস্থাপনে লালফিতের জট কাটাতেও জোর দিয়েছেন তিনি । তাঁর বার্তা, যে ফাইল আটকে রয়েছে, সেটা কেন আটকে আছে, দ্রত বিষয়টি খতিয়ে দেখে সেই সমস্যা নিষ্পত্তি করতে হবে । কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না । মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, ‌মেধা থেকে দক্ষতা, বাংলা সবদিক থেকে এগিয়ে । অথচ গড়িমসির জন্য অনেক সময় অনেক প্রকল্প শুরু করতে দেরি হয়ে যায় । এটা আর সহ্য করা হবে না । কোথায় আটকে রয়েছে খতিয়ে দেখতে হবে । সময়ের কাজ সময়ে শেষ করতে হবে । দফতরের সঙ্গে দফতরের সমন্বয় রাখতে হবে । বৈঠকে উপস্থিত বিভিন্ন দফতরের সচিবদের উদ্দ্যেশে তিনি বলেন, কোথাও কোনও বাধা থাকলে তা সমাধান করার কাজ আপনাদের । রিয়েল টাইম ট্র‍্যকিং সিস্টেম তৈরি হয়েছে ।

পাশাপাশি রাজ্যের শ্রমিক সংগঠন গুলিকে বার্তা দিয়ে তিনি বলেছেন, ব্যক্তিগত সুবিধার জন্য কোনও শিল্পে বাধা দেবেন না । কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমেই তার সমাধান করতে হবে । এপ্রসঙ্গে রাজ্যের শিল্পপতিদেরও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থকেও গুরুত্ব দিতে হবে শিল্পপতিদের । কখনোই যেন একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়ে ছাঁটাই করা চলবে না । দু তরফে বসে কথা বলে আলোচনা করে সমাধান করতে হবে। শিল্পপতিদের কাছে কেউ টাকা চাইলে সরাসরি অভিযোগ করার কথা উল্লেখ করে তিনি বলেছেন, সরকারি কাজের জন্য কারও থেকে টাকা নেওয়া অপরাধ ।

এদিনের বৈঠক থেকে দূর্গাপুর, হলদিয়া সহ একাধিক জায়গায় তৃণমূল শ্রমিক সংগঠনের চেয়ারম্যান বদলের কথাও এদিন বলেছেন তিনি ।
এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনের মাত্র তিন সপ্তাহের মধ্যেই পরিবেশ এবং দূষণ দফতর এপর্যন্ত ১০২৬টি সংস্থাকে শিল্প গড়ার অনুমতি দিয়েছে । পাঁচটি নতুন ইস্পাত সংস্থা এরাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে । শিল্প গড়তে প্রয়োজনীয় জমি দেওয়ার ক্ষেত্রে দ্রুত মন্ত্রীসভায় বিষয়টি আলোচিত হবে ।

পাশাপাশি রাজ্যে প্রস্তাবিত ৬টি ফ্রেদ করিডোর প্রসঙ্গে তিনি বলেছেন, ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রায় তিনহাজার একর জমি চিহ্নিত করার কাজ শেষ হয়েছে ।

আগামী এপ্রিলেই কালীঘাট স্কাইওয়াক এবং দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের বিষয়টিও উল্লেখ করেছেন এদিনের বৈঠকে ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!