- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৭, ২০২৩
পোস্তা বাজারে অ্যাগ্রো মার্কেটিং সেন্টার। জমি জট কাটাতে পাশে থাকবে সরকার, বললেন মমতা ।জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন মঞ্চ থেকে রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার দি পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, দমকল মন্ত্রী সুজিত বসু, আইন মন্ত্রী মলয় ঘটক, মহানাগরিক ফিরহাদ হাকিম, মন্ত্রী বেচারাম মান্না, নয়না বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার স্থানীয় বিধায়ক ও আয়োজক সংস্থার প্রতিনিধিরা। এই বছর এখানকার জগদ্ধাত্রী পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষে পড়ল। মুখ্যমন্ত্রী এখন থেকে আরও ৬টি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন ভার্চুয়ালি। এই পুজোর মধ্যে চন্দননগরের পুজোও ছিল।
মুখ্যমন্ত্রী এদিনের পোস্তা বাজারের অনুষ্ঠান মঞ্চ থেকে ১০০ দিনের কাজের বকেয়া টাকার প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করে বলেন, “বিজ্ঞাপন দিয়ে যে টাকা কেন্দ্র খরচ করছে সেই তাকে আমাদের ১০০ দিনের কাজের টাকা দেওয়া হয়ে যেত, কাজ করছি আমরা, বিজ্ঞপনে ছবি ছাপছে কেন্দ্র।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমি আমার জন্য, আমার পরিবারের জন্য কিছু করিনি। সব মা-মাটি-মানুষের জন্য। আমার জন্য সূর্য, নদী, সবুজ আছে। আমার এমন একটা ঘর যেখানে আমি ছাড়া অন্য কিছু রাখার জায়গা নেই। আমি বিশ্বাস কি সবই মানুষের। বাংলা দেশকে পরিচালনা করবে। এই যে এতো বড় একটা পুজো হয়ে গেল, পুলিশ কর্মীরা বাড়ির দিকে না তাকিয়ে কাজ করেছেন। মানুষ যখন কষ্টে পরে তখন আমি তাঁদের পাশে দাঁড়াই। মানুষের পাশে থাকলেই দেবতার পূজা করা হয়। আমার পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া, সব ধর্ম, সব জাতির আসে আমি থাকি সারা বছর, ভোটের সময় এসব করি না। সকালে যা বলি রাতেও সেটাই করি। তাই আমার কানে যদি কোনও খবর আসে তার ব্যবস্থা আমি নিজেই নিয়ে নিই। ৩৪ বছর বামেদের সঙ্গে লড়েছি, এখন কেন্দ্রের সরকারের সঙ্গে লড়ছি। কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। ভোটের সময় দাঙ্গা করছে, আমি কাজ করছি আর ওরা বিজ্ঞপন করছে। এই বিজ্ঞাপনের টাকায় আমাদের শ্রমিকদের টাকা দেওয়া হয়ে যেত। ওরা ভারতের ক্রিকেট দল সহ সব কিছুকে গেরুয়া করে দিচ্ছে। ওরা সব কথায় নমস্তে বলে, জনতাকে বলে না। ওরা সব নিজেদের নামে করে নিচ্ছে। এটা কি? এভাবে মাঝে মাঝে ক্ষমতা পাওয়া যায় বরাবরের জন্য পাওয়া যায় না। ক্ষমতা , গদি সবার সারা জীবন থাকে না। আমি ঈশ্বরের কাছে বলি, বিভেদ ঘুচিয়ে দাও। দেশ ছেড়ে শিল্পটির বিদেশে চলে যাচ্ছে। আমি তাই বলি বাংলা আবার দেশের নেতৃত্ব দেবে।”
মমতা বলেন, পোস্তা বাজারের জমি কলকাতা পোর্ট ট্রাস্টের নয়। আইনমন্ত্রীকে বলছি, পোস্তা বাজারের জমি পোর্টের বলে ওরা যে পর্চা নিয়ে আসে সেটা বেআইনি। পুলিশের সঙ্গে, মেয়রের সঙ্গে ও পোস্তা বাজার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই জায়গা পোর্টের নয় সেটা ঘোষণা করে রাজ্যের জমি হিসেবে অধিগ্রহণ করে নিতে। পোস্তা বাজার এলাকায় একটি আগ্রো মার্কেটিং সেন্টার করতে মন্ত্রীকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, দেবী দূর্গা বিভিন্ন রূপে পূজিতা হন। মন্ত্র সবই এক। এর পর ছটপূজা, তারপর বিশ্ব বাণিজ্য সম্মেলন, ফিল্ম ফেস্টিভ্যাল, বড়দিন, লোকনাথের পূজা। দিঘায় আমরা জগন্নাথের মন্দির করছি, পুরীর জগন্নাথদেবের মূর্তির সমান মূর্তি হচ্ছে। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করেছি, কালীঘাটে করছি।
❤ Support Us