- প্রচ্ছদ রচনা
- জুলাই ২১, ২০২২
২১ এর মঞ্চে মমতার স্লোগান,মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও…
বৃষ্টিকে উপেক্ষা করেই শহিদ দিবসে জনোচ্ছ্বাস

মুড়ি নিয়ে প্রতীকি প্রতিবাদ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ২১এ জুলাইয়ের মঞ্চ থেকেই কেন্দ্র সরকারকে বিঁধলেন মমতা । সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মুড়িতে জিএসটি, মিষ্টিতে জিএসটি, দইতে জিএসটি, লস্যিতে জিএসটি, নকুলদানাতে জিএসটি, বাতাসাতে জিএসটি, বিজেপি মুড়ি খায় না? লোকে কী খাবে ? খাব কী আমরা ? মানুষ খাবে কী ? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও…” ! পাশাপাশি এদিন মঞ্চে অভিনেতা, সাংসদ দেব-এর হাতে কাগজের গ্যাস সিলিন্ডার তুলে জ্বালানীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর ব্যঙ্গাত্মক আক্রমণ ” গ্যাস সিলিন্ডার দেব-এর উচ্চতার সমান হয়ে গিয়েছে”।
একুশের মঞ্চ থেকে নিজের বক্তব্যের শুরুতেই গেরুয়া শিবিরকে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী । তিনি বলেন, ” বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে । এটাই ওদের কাজ । বাংলায় আমাদের হারানোর চেষ্টা করেছিল । কিন্তু ওরা পারেনি । ২১ কখনও ভুলতে দেয় না । তাই তো বলি আবার ২১ ফিরিয়ে আনো বারবার । তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভান্ডার,কন্যাশ্রী, সাস্থ্যসাথী, কৃষক বন্ধু,পেনশন ভাতা পাবেন । ” এদিন সভামঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় বলেন, ” মিউনিসিপালিটিতে যারা আছেন, তাদের বলবো মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে । আজ বিনা পয়সায় চিকিৎসা,সাস্থ্য সাথী,লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রিপোর্টে কী বলছে? পশ্চিমবঙ্গ কৃষকদের রোজগারে প্রথম । আমি গর্বিত । বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমে গেছে । একদিকে কৃষি, একদিকে শিল্প এটা আমার চ্যালেঞ্জ । জোর করে জমি নেব না । দেউচা পাচামির কাজ শুরু হয়ে গিয়েছে ।”
২ বছর পরে একুশের সভা, ফলে তাকে ঘিরে জনচ্ছ্বাস ছিল তীব্র । করোনার কারণে আগের দুটো শহিদ দিবস পালন হয়েছিল ভার্চুয়ালি । এবছর অতিমারি পূর্বের তৃণমূলের শহিদ দিবসের ছবি ধরা পড়ল আবার । কাতারে কাতারে মানুষ যোগ দিয়েছেন সভায় । বৃহস্পতিবার সকাল থেকে গ্রাম, শহর, শহরতলি সব জায়গার চিত্র যেন একই ৷ সর্বত্র কেবল ধর্মতলা যাওয়ার হিড়িক ৷ কিন্তু বেলা গড়াতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি ৷ যদিও আবহাওয়ার পূর্বাভাস ছিলই ৷ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা ঘোষণা করেছিল হাওয়া অফিস ৷ কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই সভায় ভিড় জমিয়েছেন মানুষ । তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, এই প্রথম ধর্মতলায় অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ ৷ একুশের মঞ্চ থেকে বিজেপিকে প্রবল আক্রমণ করে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন মানুষের বৃষ্টিতেই ২০২৪ এর কেন্দ্র থেকে নিশ্চিহ্ন হবে বিজেপি।
❤ Support Us