Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • জানুয়ারি ১৮, ২০২২

নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোক মুখ্যমন্ত্রীর।খুব বিনয়ী মানুষ ছিলেন। নিজের কথা বলতেন না, জানালেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

আরম্ভ ওয়েব ডেস্ক
নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোক মুখ্যমন্ত্রীর।খুব বিনয়ী মানুষ ছিলেন। নিজের কথা বলতেন না, জানালেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘‌বিশিষ্ট শিশুসাহিত্য শিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোকহত । তাঁর সৃষ্টি ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’ প্রভৃতি চরিত্র কয়েক দশক ধরে আমাদের আনন্দ দিচ্ছে । ২০১৩ সালে বাংলার সর্বোচ্চ পুরস্কার ‘‌বঙ্গবিভূষণ’‌ তাঁকে প্রদান করতে পেরে আমরা গর্বিত।

বর্ষীয়ান লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন,‌আমার সঙ্গে ওঁর ব্যক্তিগত পরিচয় ছিল। উনি কখনও বেশি কথা বলতেন না। খুব বিনয়ী মানুষ ছিলেন। নিজের কথা প্রায় বলতেনই না। আমার সঙ্গে তাঁর বেশ কয়েকবার দেখা হয়েছে। তাঁর ঐকান্তিকতা ও নিষ্ঠার তুলনা নেই। সারাজীবন অবিশ্রাম কাজ করে যেতে পেরেছেন। তাঁকে বাঙালি বহুদিন মনে রাখবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!