- এই মুহূর্তে দে । শ
- জুন ৮, ২০২৩
অভিষেককে আবার তলব। ১৩ জুন, সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল ইডি

কালীঘাটের কাকুর ইডি হেফাজতের মেয়াদ ১৪ জুন শেষ হচ্ছে। ঠিক তার একদিন আগে অর্থাৎ ১৩ জুন, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল ইডি। ইডি সূত্রে জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে নোটিশ দিয়ে আসে ইডি।
গত ২০ মে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে হাজিরার জন্য ডাকা হয়েছিল কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে। সেদিন তাঁকে সিবিআই আধিকারিকরা ৯ ঘণ্টা ৪০ মিনিট জেরা করে। বিভিন্ন জেলার এজেন্টদের নাম জানতে চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন নিজাম প্যালেসের বাইরে সাংবাদিকদের জানান, তাঁর কাছে অনেক এজেন্টের নাম জিজ্ঞাসা করা হয়েছিল। তাদের মধ্যে অনেকেই পূর্ব মেদিনীপুরের।
ইডি সূত্রে জানা যাচ্ছে শুধু কুন্তল ঘোষের চিঠিই নয়। একাধিক প্রশ্ন ১৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তদন্তকারীরা করতে চলেছেন।
কালীঘাটের কাকু বা সুজয়কৃষ্ণ ভদ্রর ইডি হেফাজত শেষ হবে ১৪ জুন। ১৩ জুন কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের কাকুর সামনে বসিয়ে তথ্য যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করবে ইডি? প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বিষয়ে আরো নতুন তথ্য যাচাইয়েই কী কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা
❤ Support Us