Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ৮, ২০২৩

সাড়ে তিন ঘণ্টা জেরা শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন অভিষেক জায়া রুজিরা

আরম্ভ ওয়েব ডেস্ক
সাড়ে তিন ঘণ্টা জেরা শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন অভিষেক জায়া রুজিরা

কয়লা পাচারকাণ্ডে সাড়ে তিন ঘণ্টা জেরা শেষে বেরিয়ে গেলেন অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পৌনে চার ঘণ্টা সিজিও কমপ্লেক্সে ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন সকালে সিজিও কমপ্লেক্সে ঢোকেন তখন তাঁর কালো গাড়ির কাচ তোলা ছিল। বিকেলে বার হওয়ার সময় রুজিরা সেই কালো গাড়ির পেছনে বসা ছিলেন। গাড়ির কাচ নামানো ছিল। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি হাতজোড় অবস্থায় চুপ করেই ছিলেন, কোনও প্রশ্নের উত্তর দেননি রুজিরা।
ইডি সূত্রে জানা যাচ্ছে এদিন সাড়ে তিন ঘণ্টা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির তদন্তকারীরা জেরা করে রুজিরার বক্তব্যের কপি দিল্লিতে পাঠায়। দিল্লি থেকে ফের সিজিও কমপ্লেক্সে মেল করে জানানো হয় না, তাঁকে আজ আর জেরা করার দরকার নেই। তারপর ৪টে ২০ মিনিট নাগাদ রুজিরা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। পাশাপাশি দিল্লি থেকে যে দুজন ইডি কর্তা কলকাতায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে এসেছিলেন, তাঁরাও বেরিয়ে যান।
তৃণমূলের তরফে বলা হচ্ছিল রুজিরা বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করবেন, এদিন তিনি জেরা শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যাওয়ায় প্রমাণ হল তিনি কয়লা পাচারকাণ্ডে সাক্ষী হিসাবে ইডির জেরায় সহযোগিতা করেছেন।

তিন পাতার প্রশ্ন নিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা এদিন রুজিরাকে জেরা করেন। তবে সব প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, তদন্তকারী আধিকারিকদের কাজে সহযোগিতা করেছেন বলে ইডি সূত্রে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!