Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ৭, ২০২৫

আক্ষেপ মিটল সিনেপ্রেমীদের! রাধা স্টুডিও আর নন্দনে ফের শুরু হতে চলেছে বাণিজ্যিক সিনেমা প্রদর্শনী

আরম্ভ ওয়েব ডেস্ক
আক্ষেপ মিটল সিনেপ্রেমীদের! রাধা স্টুডিও আর নন্দনে ফের শুরু হতে চলেছে বাণিজ্যিক সিনেমা প্রদর্শনী

আক্ষেপ মিটল সিনেপ্রেমিদের, স্বস্তির নিঃশ্বাস ফেলছে টলিউড। দীর্ঘ ৪ মাস বিরতির পর, শুক্রবার থেকে নন্দন এবং রাধা স্টুডিওতে শুরু হতে চলেছে বাংলা চলচিত্রের বাণিজ্যি প্রদর্শনী। গত ১ নম্ভেম্বর থেকে এই ২টি সরকারি চলচিত্র প্রদর্শনীর প্রেক্ষাগৃহে বানিজ্যিক ছবি দেখানো বন্ধ রাখা হয়েছিল। ৭ মার্চ থেকে পুনরায় তা চালু হতে চলেছে। ‘মায়ানগর’, ‘ধ্রুবর আশার জীবন’, ‘মন পতঙ্গ’, ‘পরিচয় গুপ্ত’ এবং ‘কারণ গ্রীস আমাদের দেশের না’ সহ ছয়টি বাংলা ছবি নন্দন ১ এবং ২-তে প্রদর্শিত হবে। সত্যজিত রায়ের ‘নায়ক’ ছবিটিও আবার দেখানো হবে বড় পর্দায়। শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ছবি ‘মনপতঙ্গ’ কলকাতা চলচিত্র উৎসবে বাংলা প্যানোরামা বিভাগে সেরা হয়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকার পুরস্কার জিতে নিয়েছিল। সিনেমা সমালোচকদের মন জয় করেছিল ছবিটির অভিনব গল্প, অভিনেতাদের অনবদ্য অভিনয় ও দৃশ্যপট। যদিও খুব বেশিদিন ছবিটি প্রেক্ষাগৃহে ঠাঁই পায় নি, এমনকি নন্দনেও মেলেনি জায়গা। গত ১৯ ডিসেম্বর শেষ প্রদর্শনী হয়েছিল ‘মন পতঙ্গ’-এর। আবার ছবিটিকে রি-রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ও প্রযোজকেরা।

বর্ষা বনসাল, যার ঠাকুরদা আর ডি বনসাল সত্যজিৎ রায়ের ‘নায়ক’ প্রযোজনা করেছিলেন, তিনি এই খবরে উচ্ছ্বসিত আনন্দিত। ‘নায়ক’ ছবিটির মূল ফিল্ম পুনরুদ্ধার করে তার আধুনিক সংস্করণ নন্দনে প্রদর্শিত হবে। বর্ষা বলেছেন, ‘প্রত্যেক প্রযোজকই চান তাদের ছবি উপযুক্ত দর্শকদের কাছে পৌঁছাক। নন্দনে সিনেমাপ্রেমীদের অতুলনীয় আগ্রহের কারণে ‘নায়ক’-এর পুনঃপ্রকাশের জন্য আমরা ওই স্থানকেই বেছে নিয়েছি। নন্দনের লোগো তৈরি করেছিলেন স্বয়ং সত্যজিত, সেখানে তাঁর অন্যতম ছবিটি নয়া প্রজন্মের কাছেও পৌঁছাবে, এ বড়ো আহ্লাদের খবর। তবে দুঃখের বিষয়, ছবিটির রি-রিলিজের তারিখ নন্দনে চলমান ‘জার্মান ও ফরাসি চলচিত্র উৎসব’-এর তারিখের সাথে মিলে গেছে। বানসাল বলেছেন, ‘ এখন আর পিছিয়ে না যাওয়ায় ভালো। আমরা অ-বাঙালি বা বিশ্বের দর্শকদের জন্য ইংরেজি সাবটাইটেল সহ ছবিটি প্রদর্শন করব।’

‘মন পতঙ্গ’-এর সহ-পরিচালক শর্মিষ্ঠা মাইতি নন্দন ও রাধা স্টুডিও পুনরায় খোলার ঘটনাকে বাংলা চলচিত্র জগতের জন্য সুখবর হিসাবেই দেখছেন। তিনি বেলছেন, ‘আমরা কয়েক মাস ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। নন্দনে আমাদের ছবির পুনরায় প্রদর্শনী ‘ঘর-ওয়াপসি’র মতো মনে হচ্ছে।’ অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম আর্কাইভের তরফে রবীন্দ্রনাথ দাস বলেছেন, ‘১৫২ জন ধারণক্ষমতার রাধা স্টুডিওতে ৩টি ছবি – ‘মায়ানগর’, ‘নায়ক’ এবং ‘পরিচয় গুপ্ত’ প্রদর্শিত হচ্ছে।’ তবে , নন্দন ১-এর প্রতি টলিউডের পছন্দের কারণ হল এর ৯৩১ আসনের ধারণক্ষমতা। টিকিটের দাম ৩০ থেকে ৭০ টাকা ও দর্শকের ভিড়। যদিও ছবি দেখানোর সূচির ক্ষেত্রে ভয়ানক প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় চলচিত্রনির্মাতাদের। নন্দন-১ এ জায়গা না পেয়ে, অনেককে ১৬৫ সিটের নন্দন-২ এ সন্তুষ্ট থাকতে হয়। হাউসফুল হলেও ৩০ টাকার টিকিটে খুব বেশি আয় করতে পারেন না তাঁরা। একটি ছবি এক সপ্তাহ ধরে হাউসফুল চললেও, প্রযোজক ২০,০০০ টাকারও কম আয় করেন। সুতরাং আয় নয়, দর্শকের কাছে পৌঁছে যেতে, প্রচার ও মর্যাদা পেতে নন্দন-২ এ নিজেদের ছবি নিয়ে যান প্রযোজকরা। বাংলার শিল্প-সংস্কৃতির দুনিয়ায় নন্দন তাঁর বৌদ্ধিক স্তরের আলোচনার জন্য বিখ্যাত। এখানে ছবি নিয়ে আলোচনার রেশ বহুদূর অবধি ছড়িয়ে পড়ে।

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব-এ সেরা বাংলা চলচ্চিত্রের পুরষ্কার জিতে নেওয়া ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ছবির পরিচালক অভিজিৎ চৌধুরী, ছবিটির মুক্তির দ্বিতীয় সপ্তাহে নন্দন ২-এ প্রদর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বলেছেন, ‘নন্দন স্বাধীন গল্প বলার চর্চা লালন করেন, চলচ্চিত্র দেখার, আলোচনা করার আর মূল্যবান মতামতে ঋদ্ধ হবার সুযোগ করে দেন। হরি দার চায়ের দোকানের আড্ডায় ফিল্মের প্রতিটা ফ্রেম নিয়ে কাটাছেঁড়া করা হয়। চলচ্চিত্র নির্মাতা আর দর্শকদের মধ্যে গড়ে ওঠে অলৌকিক সংলাপ। একজন স্বাধীন পরিচালকের জন্য, এ জিনিস অমূল্য।’


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!