Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১০, ২০২৪

ক্যাম্পাসে সাম্প্রদায়িক পোস্টার। তীব্র প্রতিক্রিয়া এসআরএফটিআই এর প্রাক্তনী থেকে বর্তমান ছাত্র-ছাত্রীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্যাম্পাসে সাম্প্রদায়িক পোস্টার। তীব্র প্রতিক্রিয়া এসআরএফটিআই এর প্রাক্তনী থেকে বর্তমান ছাত্র-ছাত্রীদের

এবার সাম্প্রদায়িক পোস্টার পড়ল ঐতিহ্যবাহী ‘সত্যজিত রায়  ফিল্ম এন্ড টেলিভিশন ইস্টিটিউট’-এর ক্যাম্পাসে। তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য সমালোচিত হয়। তিনি বলেছিলেন,’ পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু ধর্মের বাসিন্দারা  দ্বিতীয় শ্রেণীর নাগরিক।’ সেই বক্তব্য সরাসরি তুলে ধরা হয়েছে ওই পোস্টারে। ছাত্রছাত্রীদের মতে, এতে ক্যাম্পাসের ধর্মনিরপেক্ষ বাতাবরণ নষ্ট হচ্ছে।

অন্যান্য ফিল্ম সংক্রান্ত পোস্টারের সঙ্গেই  হিন্দিতে লেখা পোস্টার লাগানো ছিল ক্যাম্পাস ক্যান্টিনের সামনে । সবকটি পোস্টারের বয়ানেই প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে ক্যাম্পাসের ছাত্রদের সাথেও একই আচরণ করার ষড়যন্ত্র চলছে, এবিষয়ে ছাত্রনেতার নীরব দর্শক মাত্র।যদিও এবিষয়ে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সত্যজিত রায়  ফিল্ম এন্ড টেলিভিশন ইস্টিটিউট -এর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অশ্বিন অশোক সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণভাবে নির্বাচনী আবহের একটা প্রতিফলন মাত্র, এর মধ্যে রয়েছে ঘৃণার রাজনীতি। আশঙ্কা ইস্টিটিউটের কিছু অংশ এর সাথে জড়িত।’

ইস্টিটিউটের ছাত্রদের বক্তব্য, এই ক্যাম্পাসে কখনোই কারো ধর্মীয় ভাবাবেগে কেউ আঘাত করে না, প্রত্যেক ছাত্রছাত্রীরই নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে । চলচ্চিত্রের শিক্ষা প্রাঙ্গণে এধরনের সাম্প্রদায়িক পোস্টার কাম্য নয়। একজন শিক্ষকের মতে,’এই ধরণের পোস্টার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী।’

সমাজমাধ্যমে এই পোস্টার এখন রীতিমতো ভাইরাল। ফলে প্রাক্তনিদের কাছেও তা পৌঁছে গেছে। ২০১৬-২০২০ শিক্ষাবর্ষের ছাত্রী সংবাদ মধ্যমে  জানিয়েছেন,’আজ পর্যন্ত এমন কোনও কিছু ঘটতে শুনিনি। ‘ প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রের মতে,’বিগত দু বছরে সত্যজিত রায়  ফিল্ম এন্ড টেলিভিশন ইস্টিটিউট এর মত জায়গাতেও দক্ষিণপন্থি মৌলবাদী মতাদর্শ ডালপালা বিস্তার করছে। আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় তা সীমাবদ্ধ ছিল। এখন তা নিয়ে প্রোপ্যাগান্ডার রাজনীতি শুরু হয়েছে। এর আগে কোনদিন এখানে এই পরিস্থিতি দেখিনি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!