- এই মুহূর্তে
- জুলাই ৪, ২০২২
তথ্যচিত্রে উস্কানি? কালির মুখে সিগারেট । ক্ষুদ্ধ ‘নেট বিশ্ব’। বিপাকে পরিচালক ।

মা কালীকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন, কবি ও পরিচালক লিনা মণিমেকালাই । কিঞ্চিৎ পরিচিত নাম । নিজেকে বাইসেক্সুয়াল বলতে দ্বিধা নেই । আত্মপ্রচারে অভ্যস্ত, হুজুগে । এবার তাঁর দৃষ্টি পড়ল কালীর উপর । তথ্যচিত্রের পোস্টারে ভেসে উঠছে শ্যামার ঠোঁটে জ্বলন্ত সিগারেট। এ কি কোনো ইচ্ছাকূত প্ররোচনা, তা স্বাভাবিক চিন্তার বর্হিপ্রকাশ ? সম্প্রতি লিনা পোস্টারটি প্রকাশ্যে নিয়ে আসার সঙ্গে সঙ্গে হইচঙ শুরু হয়। লীনাও নীরব নন । বলেছেন, রিদিম অফ কানাডা ভাবনার আধারে তাঁর ছবিটি তৈরি হয়েছে। প্রদর্শিত হবে আগা খান মিউজিয়মে ।লীনাকে অ্যারেস্ট করার দাবি উঠছে ।
❤ Support Us