- দে । শ
- নভেম্বর ১০, ২০২৩
তোমার পুত্রের ঘুষকান্ড ভাইরাল, নীরব পদ্ম শিবির । ইডি-সিবিআই-র নিরপেক্ষতা নিয়ে মোদিকে নিশানা রাহুলের
কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের ছেলের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুল গান্ধি বৃহস্পতিবার জবলপুরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের ছেলের ঘুষ নেওয়ার ভাইরাল ভিডিওর প্রসঙ্গ তুলে ধরে বিজেপিকে নিশানা করেন। রাহুল গান্ধি বলেন, “যেখানে কোটি কোটি টাকার চুক্তি করা হচ্ছে, ইডি, সিবিআই, আয়কর বিভাগ সব দেখেও নীরব। কেন ঘুষ কাণ্ডে নীরবতা পালন করেছেন প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান? ইডি, সিবিআই এবং আয়কর কি শুধুমাত্র কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আসরে নেমেছে?”
রাহুল গান্ধি জবলপুরের তিনটি বিধানসভা আসনে রোড শোর পরে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, “নরেন্দ্র মোদি নিজেকে ওবিসি বলে দাবি করেন। কিন্তু যখন পিছিয়ে পড়া মানুষের অধিকারের বিষয় আসে তখন তিনি নীরব থাকেন। রাহুল গান্ধি বলেন, “আমি চার হাজার কিলোমিটারের বেশি হেঁটে দেশকে এক করার চেষ্টা করেছি। বিদ্বেষের বাজারে ভালোবাসার দোকান খুলেছি, কিন্তু আজ পর্যন্ত দলিত, আদিবাসী, অনগ্রসর মানুষ তাদের অধিকার পায়নি।”
মোদি ও শিবরাজ সিং চৌহানকে নিশানা করে রাহুল গান্ধি বলেন, যখনই পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী ও দলিতদের অধিকার ও ন্যায়বিচারের প্রসঙ্গ আসে, তখনই মোদি, শিবরাজ নীরব থাকেন। আমার পরবর্তী লড়াই হবে দুর্বল অংশের অধিকার প্রতিষ্ঠা এবং মধ্যপ্রদেশ রাজ্য থেকেই শুরু হবে লড়াই। পাশাপাশি রাহুল বলেন, “জিএসটি থেকে কারা লাভবান হয়েছে তা রাজ্যের মানুষের এবার ভেবে দেখার সময় এসেছে। রাহুল গান্ধি বলেন, “বিদ্যুতের সুইচ অন করলেই টাকা চলে যায় আদানির পকেটে”। জাত শুমারির প্রসঙ্গ উত্থাপন করে নরেন্দ্র মোদির উপর আক্রমণের তীব্রতা বাড়িয়ে রাহুল বলেন, “যখনই পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা আসে, তখন তিনি স্পষ্টভাবে সেটা উপেক্ষা করেন। সংসদে বা সংসদের বাইরে যেখানেই এই প্রসঙ্গ ওঠে সেখানেই নরেন্দ্র মোদি নীরব।
❤ Support Us