- এই মুহূর্তে দে । শ
- মে ১৬, ২০২৩
সিদ্দা-শিব-এর পর মঞ্চে এবার পরমেশ্বর।মুখ্যমন্ত্রী পদের দাবিতে, কর্ণটকে সমর্থকদের মিছিল

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে যখন সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারের মধ্যে দড়ি টানাটানি চলছে ঠিক তখনই মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে আর এক বিজয়ী কংগ্রেস নেতার নাম সামনে এলো। শুধু যে নাম এলো তাই নয় কংগ্রেসের এই বিধায়ক জি পরমেশ্বেরের পক্ষে রীতিমতো ভিড় করে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে প্রচুর কংগ্রেস সমর্থক তাঁকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী করার দাবিতে প্রতিবাদ শুরু করেছে।
সংবাদ সংস্থার তরফে এমনই একটি ভিডিও টুইট করে বিষয়টি তুলে ধরা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেস সমর্থকদের একটা বড় অংশ জি পরমেশ্বরের ছবি লাগানো প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে কর্ণাটকের টুমকুরুতে প্রতিবাদ করছে এবং জি পরমেশ্বরকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বসানোর দাবি জানাচ্ছে।
Tumakuru, Karnataka | Supporters of Congress leader G Parameshwara staged a protest demanding CM post for him. pic.twitter.com/cjdpEFqQvf
— ANI (@ANI) May 16, 2023
কোরাতাগেরে থেকে ২০২৩-এর কর্ণাটক বিধানসভা নির্বাচনে জিতেছেন কংগ্রেস নেতা জি পরমেশ্বর। ২০০৮ সালে কোরাতাগেরে প্রথম জয়ী হন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। অল ইন্ডিয়া বীরশৈব মহাসভা, যা প্রভাবশালী লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, তারাই জি প্যারামেশ্বরকে মুখ্যমন্ত্রী করার দাবি জানাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের মধ্যে ৩৪ জন লিঙ্গায়ত রয়েছেন। লিঙ্গায়ত ভোটের সুইং, একসময় কর্নাটকে বিজেপির মূল সমর্থনের ভিত্তি ছিল, এবার কংগ্রেসের জয়ের মূল কারণ হিসাবে আবার এই লিঙ্গায়ত ভোটকেই চিহ্নিত করা হয়েছে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের দৌড়ের জন্য জি পরমেশ্বরের নির্বাচনে জিতে আসা একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বলা হচ্ছে। বর্ষীয়ান এই কংগ্রেস নেতা প্রার্থী হিসেবে কোরাতাগেরের জনগণকে তাঁকে কংগ্রেস প্রার্থী হিসেবে জিতিয়ে আনার জন্য নির্বাচনের ফল প্রকাশের দিনই ধন্যবাদ জানান। এর আগে জি পরমেশ্বর ডি কে শিবকুমার এবং সিদ্দারমাইয়া সহ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন।
❤ Support Us