- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৯, ২০২৪
প্রচারেও অসহিষ্ণুতায় মোদি-গতি, ঔরঙ্গজেবের মুখোমুখি শিবাজি। কংগ্রেসের অভিযোগ ভোট প্রয়োগের হার দেখে বিভাজনে মরিয়া প্রধানমন্ত্রী

প্রচারে মেরুকরণকে গুরুত্ব দেওয়া সত্বেও, দুই দফায় ভোট প্রয়োগের হার কম দেখে কৌশলে সাম্প্রদায়িকতাকে ব্যবহারে মরিয়া হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এবার শিবাজি বনাম ঔরঙ্গজেবকে নিয়ে বিভাজন নীতিকে উঁচিয়ে ধরলেন। লক্ষ্য তাঁর রাহুল গান্ধি আর কংগ্রেস।সোমবার কর্ণাটকে সব কটি সভায় রাহুলকে “শাহজাদা” বলে কটাক্ষ করে বলেছেন, স্বাধীনতার সময় থেকে কংগ্রেস তোষণ নীতি অবলম্বন করে যাচ্ছে। “শাহজাদা” ওই প্রবহমান পাপকে নিয়ে এগোচ্ছেন।রাহুল বলেছেন, মহারাজা, রাজারা অত্যাচারি ছিলেন। রাহুলের বয়ানের উল্লেখ করে, মোদী বলেছেন, রাহুল শিবাজিকে অপমান করেছেন। কিন্তু বাদশা, নিজাম, সুলতান ও নবাবরা প্রজাদের ওপর অত্যাচার করতেন, এই নিয়ে রাহুল চুপ। মুখে তাঁর তালা।অউরঙ্গজেব মন্দির ধ্বংস করেছেন।মন্দিরের পবিত্রতা নষ্ট করেছেন। এ নিয়ে একদম চুপ শাহজাদা।। ভারতে এসে যারা লুঠ করেছে , গো হত্যা করেছে, তাঁদের ভূমিকা নিয়ে মুখে লাগাম কেন?বারানসীর রাজা হিন্দু ইউনিভার্সিটি তৈরি করেছিলেন । মহারাণী অহল্যাবাঈ হোলকার মন্দির পুনর্নির্মাণ করেছিলেন। বরোদার রাজা আম্বেদকরকে বিদেশে পড়তে পাঠিয়েছিলেন।এসবের উল্লেখ নেই রাহুলের প্রচারে। কংগ্রেসের ইস্তাহারে তোষণের মানসিকতা পরিষ্কার। অভিযোগ রাহুলের বয়ান বিকৃত করেছেন দেশের সর্বোচ্চ প্রশাসক।রাহুল বলেছিলেন, মহারাজাদের সঙ্গেও ব্রিটিশদের ঘনিষ্ঠতা ছিল। মোদী রাজা মহারাজাদের প্রশংসা করেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, মোদী জঘন্যতম স্তরে পৌঁছে গেছেন। রাহুলের বয়ান বিকৃত করে সরাসরি সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছেন। ক্ষমতা থেকে প্রস্থান অনিবার্য দেখেই মরিয়া হয়ে উঠেছেন।গো বলয়ে, দক্ষিণ ভারতে, পূর্ব আর উত্তর পূর্ব ভারতে কোথাও মোদী হাওয়া নেই। ভোটারের ঝোঁকে মোদী রাজনীতির প্রবল অনীহা। কর্ণাটকে কি ফল প্রকাশের আগেই পরাজয়ের সংকেত দেখছে বিজেপি? ওয়াকিবহাল মহলের অনুমান, নিজেদের আগাম ছবি দেখেই শঙ্কিত মোদী ও তাঁর অনুগামীরা। তাই বিভাজনীতির উৎস সাম্প্রদায়িকতায় প্রবল উস্কানি দিচ্ছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই। এককালে, পূর্ব পাকিস্তানে যে পথে হাঁটত মুসলিম লিগ, হিন্দু বিদ্বেষ ছড়াত , পরমত সহিষ্ণু ভারতেও সে ভয়ঙ্করকেও ইশারায় ডাকছে বিজেপি, এতে আখেরে লাভ হবেনা।বহুদলীয় উদারবাদীরা আরো সংহত হয়ে উঠবেন।পদ্মফুলের পারিপার্শ্বিকতায় জমে উঠবে দৈত্যের কাঙ্ক্ষিত অন্ধকার।
❤ Support Us