- দে । শ
- জুন ১৫, ২০২৪
উপনির্বাচনেও ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে ফরোয়ার্ড ব্লক হাতশিবিরের টানাপোড়েন প্রকাশ্যে এলো। লোকসভার মতো এবারেও ফরোয়ার্ড ব্লকের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল রাজ্য প্রদেশ কংগ্রেস ।
শুক্রবার বিকেলে, সিপিএম এর রাজ্য সম্পাদক ঘোষণা করেছিলেন, লোকসভার মতোই, রাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচনের চার কেন্দ্রে আসনসমঝোতা করেই প্রার্থী দেবে বাম ও হাতশিবির । সেই অনুযায়ী রায়গঞ্জ কংগ্রেসর জন্য ছেড়ে দিয়ে বাকি তিন কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেন তারা । মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ থেকে লড়বেন যাথাক্রমে সিপিএম প্রার্থী রাজীব মজুমদার, এবং অরিন্দম বিশ্বাস। বাগদায় লড়বেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস । প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণার কথা বলেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । কিন্তু রাত কাটতেই বেসুরো কংগ্রেস । শনিবার বিধান ভবনে উপনির্বাচনের প্রার্থী দেওয়া নিয়ে বৈঠকে বসেন হাতশিবিরের নেতারা । শুরু হয় মতানৈক্য ।পরে প্রদেশ নেতৃত্ব ঘোষণা করে, রায়গঞ্জের পাশাপাশি বাগদা আসনেও প্রার্থী দেবে দল।২০১৬ এবং ২০২১ দুবারই বাগদা আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল । শেষ বিধানসভা নির্বাচনে সেখানে প্রার্থী হয়েছিলেন প্রবীর কীর্তনীয়া।সূত্রের খবর এবারও তাঁকেই টিকিট দিতে পারে হাতশিবির।
এর আগে লোকসভা নির্বাচনেও ফরওয়ার্ড ব্লকের ঘোষণা করা কোচবিহার আসনে প্রার্থী দেয় কংগ্রেস। পালটা পুরুলিয়ায় আলাদা প্রার্থী দেয় বাম শরিক ফরওয়ার্ড ব্লক। সেই জট এবার উপনির্বাচনেও দেখা গেল।
❤ Support Us