Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৬, ২০২৩

বিজেপিতে অ্যাণ্টনি পুত্র অনিল। দুঃখজনক ঘটনা, বললেন কংগ্রেসের বরেণ্য প্রবীণ। ‘কংগ্রেসে ছিলাম, আমৃত্যু কংগ্রেসেই থাকব।’

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপিতে অ্যাণ্টনি পুত্র অনিল। দুঃখজনক ঘটনা, বললেন কংগ্রেসের বরেণ্য প্রবীণ। ‘কংগ্রেসে ছিলাম, আমৃত্যু কংগ্রেসেই থাকব।’

খ্যাতিমান কংগ্রেস নেতা এ.কে অ্যাণ্টনির ছেলে অনিল কে অ্যাণ্টনি আজ বিজেপিতে যোগ দিয়েছেন। একঘণ্টার মধ্যেই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ প্রবীণ নেতা এ.কে অ্যাণ্টনি বলেছেন, হৃদয় বিদারক ঘটনা। অনিলের বিজেপি বরণে আমি অত্যন্ত আহত বোধ করছি।

সর্বভারতীয় স্তরে এ.কে অ্যাণ্টনির গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত। শ্রীমতি ইন্দিরা গান্ধীর আমল থেকে মনমোহন সিং পর্যন্ত, তাঁর সাংগঠনিক দক্ষতা, কংগ্রেসের নীতি ও রীতি পালনে তাঁর একান্ত আনুগত্য সর্বজনবিদিত। কখনো প্রশ্নের মুখে পড়েনি তাঁর নেতৃত্ব। দলীয় পদে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবেও দলের ভাবমূর্তিকে সবসময় জাগিয়ে রাখতেন। রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী থেকে প্রণব মুখোপাধ্যায় এমন কোনো সর্বভারতীয় নেতা নেই, যাঁরা অ্যাণ্টনির আদর্শ প্রীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না। ছেলের দলবদলে অসন্তুষ্ট কেরলের কংগ্রেস নেতা বলেছেন, আমার বয়স ৮২। জীবনের শেষপ্রান্ত ছুঁয়ে আছি। কখনো দল বদলাব না। আজীবন কংগ্রেসে ছিলাম, আমৃত্যু কংগ্রেসেই থাকব।

ভারতের ঐক্যের অন্যতম ভিত্‌ ধর্মনিরপেক্ষতা। ২০১৪ সাল থেকে, ভারতের ঐক্যের ওপর আঘাত আসছে। অনিল অ্যাণ্টনি কেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, তাঁর কোনো ব্যাখ্যা নেই। জানুয়ারিতেই তাঁর স্বর বদল দেখা যায়। নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের নিন্দায় সোচ্চার হয়ে ওঠেন। এর বাইরে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব তৈরির কোনো ইঙ্গিত নেই। কোন মোহে, পা দিয়েছেন বিজেপির ফাঁদে, এ তথ্য এখনো অজ্ঞাত। গেরুয়া শিবিরও মুখ খোলেনি।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!