Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৮, ২০২৪

দলে থাকতে গেলে মানতে হবে হাই কমান্ডের নির্দেশ, অধীরকে হুঁশিয়ারি দিলেন খড়্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
দলে থাকতে গেলে মানতে হবে হাই কমান্ডের নির্দেশ, অধীরকে হুঁশিয়ারি দিলেন খড়্গে

পঞ্চম দফা নির্বাচনের আগে তীব্র বাকযুদ্ধে জড়ালেন দুই বর্ষীয়ান  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বহরমপুরের ‘বেতাজ বাদশা’ যতই ইন্ডিয়া জোটের শরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করুন, তাঁর দল যে এখনও তৃণমূলকে তাদের জোটসঙ্গী মনে করে এই  কথা তাঁকে আরও একবার বুঝিয়ে দিলেন  সভাপতি খড়্গে।

শনিবার লখনউ শহরে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান জানান ইন্ডিয়া জোটের নেতারা। সেখানে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, উদ্ধব  ঠাকরে,  মল্লিকার্জুন খড়্গে প্রমুখ। সেখানে কংগ্রেসের সভাপতি স্পষ্টই জানিয়ে দেন নির্বাচনে ইন্ডিয়া জোট জিতলে সরকার গঠনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে একমাত্র হাই কমান্ডের। অধীর চৌধুরী এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সেক্ষেত্রে তিনি বহরমপুরের পাঁচ বারের সাংসদের বিরুদ্ধে কিছুটা হুঁশিয়ারি দিয়েই বলেন,’ হয় হাই কমান্ডের কথা মানতে হবে, নাহলে চলে যেতে হবে।’

এর উত্তরে অধীর চৌধুরী বলেছেন,’আমিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির লোক। সেক্ষেত্রে আমিও হাই কমান্ডের লোক।’ কর্ণাটকের গুলবর্গার সাংসদ খড়্গে অবশ্য জানিয়েছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাইরে থেকে সমর্থন করার কথা জানিয়েছিলেন। প্রথম ইউপিএ সরকার গঠনের ক্ষেত্রে বামেরাও বাইরে থেকে সমর্থন করেছিল। কিন্তু তাঁর মতে মমতার তরফ থেকে আরও একটি বিবৃতি এসেছে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি জোটের সঙ্গেই আছেন এবং সরকার গঠন হলে তাতে সামিলও হবেন। বস্তুত, গত বুধবার মমতার নির্বাচনী বক্তব্যে ‘বাইরে থেকে সমর্থনের কথা’  ছিল। কিন্তু তা নিয়ে বিস্তর আলোচনা হয়। ২৪ ঘণ্টার মধ্যেই তমলুকের একটি জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, তিনি ইন্ডিয়া জোটেই আছেন। মানুষ তাঁকে ভুল বুঝেছে। তিনি বলেন,’আমিই ওই জোট তৈরি করেছি, আমিও ওই জোটেই থাকবো। ‘ সেক্ষেত্রে তিনি বলেন,  সর্বভারতীয় ক্ষেত্রে ইয়েচুরিদের সাথে জোট বাঁধতে তাঁর আপত্তি নেই।

যদিও এই প্রসঙ্গে অধীর বলেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পালিয়ে গিয়েছিলেন। আবার হাওয়া বদলের সম্ভাবনা দেখে ফিরতে চাইছেন। এদিকে তৃণমূলের আইটি সেল  অধীরের বিরুদ্ধে সমাজমাধ্যমে কটাক্ষ করা শুরু করেছে।নির্বাচন এখন মধ্যগগনে। সেই আবহে হাত শিবিরের  মৌখিক হাতাহাতিতে সরগরম ভোটের বাজার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!