Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৭, ২০২৩

নেহেরু পরিবারকে অপমান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল কংগ্রেস

আরম্ভ ওয়েব ডেস্ক
নেহেরু পরিবারকে অপমান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল কংগ্রেস

সংসদ অধিবেশনে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সম্পর্কে মানহানিকর মন্তব্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলো কংগ্রেস সাংসদ তথা দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল । ফেব্রুয়ারিতে রাজ্যসভায় বক্তৃতার সময় নরেন্দ্র মোদি গান্ধী পরিবারের সদস্যদের সরাসরি আক্রমণ করেছিলেন এবং নেহেরু পদবি ব্যবহার না করার জন্য গান্ধী পরিবারের সমালোচনা করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে ৯০ বার রাজ্য সরকারের পতনের জন্য ৩৫৬ ধারা প্রয়োগের সমালোচনাও করেন।

রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কে জবাব দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‌আমি বেশ কয়েকটা সংবাদপত্রে পড়েছিলাম যে ৬০০টির বেশি সরকারি প্রকল্প কেবলমাত্র গান্ধী–নেহেরু নামে রয়েছে। যদি আমরা নেহেরুজির নাম বাদ দিয়ে থাকি তাহলে ভুল সংশোধন করে নেব। কারণ তিনি ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। কিন্তু আমি বুঝতে পারছি না, কেন তাঁর বংশের কেউ নেহেরু উপাধি রাখতে ভয় পায়। নেহেরু উপাধি রাখতে কি কোন লজ্জা রয়েছে?‌ কিসের লজ্জা?‌ পরিবার যখন এইরকম মহান ব্যক্তিত্বকে মেনে নিতে প্রস্তুত নয়, তখন আপনি কেন আমাদের প্রশ্ন করছেন?‌’‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধীকে লক্ষ্য করে এই মন্তব্য করেছিলেন।

বক্তব্যটি নোট করে বেণুগোপাল তাঁর নোটিশে লিখেছেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উপহাসমূলকভাবে করা মন্তব্য কেবল অসম্মানজনকই নয়, নেহেরু পরিবারের সদস্যদের, বিশেষ করে শ্রীমতি গান্ধীর অবমাননাকর ও মানহানিকর। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী দুজনই লোকসভার সদস্য। আমি বলতে চাই যে, কেন ওরা নেহেরু পদবি হিসেবে গ্রহণ করেনি প্রধানমন্ত্রীর সেই পরামর্শ একেবারেই অযৌক্তিক। প্রধানমন্ত্রী ভাল করেই জানেন যে, বাবার উপাধি মেয়ে নেয় না। এটা জানা সত্ত্বেও তিনি ইচ্ছাকৃতভাবে উপহাস করেছেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সুর ইঙ্গিতপূর্ণ এবং অবমাননাকর। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী দ্বারা তাঁদের বিশেষাধিকার লঙ্ঘন করেছে, যা সংসদের অবমাননা করার সমতুল্য।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!