- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১০, ২০২৪
রামমন্দির উদ্বোধনি অনুষ্ঠানে কংগ্রেসের না।এতো আরএসএস-বিজেপির রাজনৈতিক কর্মসূচি, বললেন জয়রাম রমেশ
রামমন্দির উদ্বোধন আসলে বিজেপি-আরএসএস-এর দলীয় কর্মসূচি। তাই ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
Congress president & LoP Rajya Sabha Mallikarjun Kharge, Congress Parliamentary Party chairperson Sonia Gandhi and Leader of Congress in Lok Sabha Adhir Ranjan Chowdhury decline the invitation “to what is clearly an RSS/BJP event”: Jairam Ramesh, General Secretary… pic.twitter.com/REc503PBVv
— ANI (@ANI) January 10, 2024
গত মাসে এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে ২২ জানুয়ারি, ২০২৪, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত কংগ্রেস নেতৃত্ব রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কি না তা নিয়ে রাজনৈতিক মহলের আগ্রহ ছিল। বুধবার সেই আগ্রহের অবসান ঘটিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে কংগ্রেস নেতা জয়রাম রমেশের তরফে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, “ধর্ম প্রত্যকের ব্যক্তিগত নিজস্ব বিষয়। দেশের বহু মানুষ রামের উপাসনা করেন। কিন্তু বিজেপি আর আরএসএস দীর্ঘদিন ধরেই রামমন্দিরের প্রতিষ্ঠাকে নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে তুলে ধরেছে।”
কংগ্রেস দলের তরফে জারি করা ওই বিবৃতিতে বুঝিয়ে দিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই অসম্পূর্ণ রামমন্দিরের উদ্বোধন করছেন দুই দলের নেতারা। আরএসএস ও বিজেপির এই অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে কংগ্রেস। তবে রামমন্দির সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় এবং ভগবান রামের প্রতি দেশবাসীর ভক্তিকে সম্মান করে দল। উল্লেখ্য, আমন্ত্রণ পাওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেলেও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া নিয়ে কংগ্রেসের অন্দরেই ধোঁয়াশা ছিল।
উত্তর ভারতের রাজনৈতিক অবস্থান অনুযায়ী বেশ কিছু রাজ্যে কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি লড়াই করে। আর গোবলয়ের রাজ্যগুলিতে হিন্দুত্বের রাজনীতি কতটা প্রভাবশালী তা সকলের জানা। তাই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান পুরোপুরি বয়কট করা কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। আবার এই আমন্ত্রণ গ্রহণ করলে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে। এই অবস্থায় কংগ্রেস মনে করছে, অনুষ্ঠানে যোগ দিলে কংগ্রেস কার্যত মোদির রাজনৈতিক কৌশলে আটকে যেতে হবে। মোদি উদ্বোধনের সব আলো শুষে নেবেন আর কংগ্রেস নেতাদের হাততালি দিতে হবে। আবার অনুষ্ঠানে যোগ না দিলে কংগ্রেসকে হিন্দু বিরোধী হিসাবে প্রচার করা হবে। তবে শেষ পর্যন্ত মোদির প্রচারের সহায়তা করার জন্য রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ না যাওয়ার সিদ্ধান্তই নিল কংগ্রেস দল।
❤ Support Us