Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১, ২০২৩

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কী হবে সংসদীয় কৌশল, ঠিক করতে জনপথে বৈঠক কংগ্রেসের

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কী হবে সংসদীয় কৌশল, ঠিক করতে জনপথে বৈঠক কংগ্রেসের

আগামী ৩ জুলাই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বৈঠকে অংশগ্রহণের আগে দলের কৌশল ঠিক করতে আলোচনা করতে শনিবার দিল্লির জনপথে কংগ্রেস সংসদীয় দলের কৌশলীরা বৈঠক করলেন।

এই পরিস্থিতিতে আগামী সোমবার, ৩ জুলাই, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিল গণঅভিযোগ, আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। বিজেপি সাংসদ সুশীল মোদির নেতৃত্বে এই সংসদীয় স্থায়ী কমিটি অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে আইন বিভাগ, সংসদীয় বিভাগ এবং অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে গঠিত আইন কমিশনের কর্তাদের মতামত শুনবে। একই সঙ্গে এই সংসদীয় কমিটি ব্যক্তিগত আইনগুলিরও পর্যালোচনা করবে। আসন্ন বাদল অধিবেশনেই সংসদে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে পারে সরকার।

জুন মাসের শুরুতে, আইন কমিশন এই বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মতামত চেয়েছিল। ২০১৮ সালে অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে গঠিত আইন কমিশন বলেছিল, বিধিটির প্রণয়ন বর্তমানে ‘‘প্রয়োজনীয় নয় বা কাম্যও নয়।”
সংসদীয় স্থায়ী কমিটির ৩০ জন সদস্যকেই কমিশনের সেই রিপোর্টের অনুলিপি দেওয়া হয়েছে। আইন কমিশনের সেই উপদেশের প্রায় পাঁচ বছর পর ফের এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত চেয়েছে আইন কমিশন।

চলতি সপ্তাহের শুরুতে, বিজেপি কর্মীদের এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেছেন। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, দুই আইন নিয়ে কীভাবে কোনও একটি দেশ চলতে পারে ? অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন্তব্য, এই বিধি প্রণয়নের বিষয়ে নতুন করে চর্চা শুরু করেছে। বিরোধীরা অভিযোগ করেছে, লোকসভা ভোটের বৈতরণী পার করতেই হঠাৎ করে নরেন্দ্র মোদি অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ তুলেছেন। বিজেপি আসলে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো সমস্যাগুলি থেকে মনোযোগ সরাতে নির্বাচনের আগে ধর্মীয় উসকানি দিতে চাইছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জেডি(ইউ), আরজেডি, সপা, সিপিআইএম, সিপিআই, ডিএমকে, ন্যাশনাল কনফারেন্সের মতো বিরোধী দলগুলি অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের বিরোধিতা করেছে। এনডিএ-র প্রাক্তন শরিক, অকালি দলও ইউসিসির বিরোধিতা করেছে। আকালি দলের মুখপাত্র দলজিৎ সিং চিমা সতর্ক করে বলেছেন, এই বিধি বাস্তবায়িত হলে, সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের উপর ক্ষতিকর প্রভাব পড়বে।

বর্তমানে দেশে বিবাহ, বিচ্ছেদ, দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলির জন্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন রয়েছে। যেমন মুসলিম পার্সোনাল ল, হিন্দু পার্সোনাল ল ইত্যাদি। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি, এই বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ব্যাক্তিগত আইনগুলির অবসান ঘটিয়ে, সকলের জন্য একটি অভিন্ন ব্যক্তিগত আইন জারির প্রস্তাব দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সংবিধানেও অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের কথা বলা হয়েছে। এছাড়া, সুপ্রিম কোর্টও বারেবারেই অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের জন্য চাপ দেয়। সম্প্রতি গোয়ার এক সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত মামলার ক্ষেত্রেও অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ টেনেছিল শীর্ষ আদালত। গোয়াকে অভিন্ন দেওয়ানি বিধির আদর্শ উদাহরণ বলেছিল আদালত।
৩ জুলাইয়ের এই অভিন্ন দোওয়ানি বিধি নিয়ে বৈঠকে কংগ্রেস কি মত দেবে তা জানাতেই শনিবার কংগ্রেস সংসদীয় দলের নেতৃত্ব বৈঠকে বসে।

দুই আইন দিয়ে দেশ চালানো যায় না: মোদি আরও, কমিটি বলেছে, “পর্যালোচনা বিষয়ের অধীনে ইউনিফর্ম সিভিল কোডের বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত আমন্ত্রণ জানিয়ে ১৪ জুন, ২০২৩-এ ভারতের আইন কমিশন কর্তৃক জারি করা পাবলিক নোটিশে নিম্নলিখিত সংস্থাগুলির প্রতিনিধিদের মতামত শোনার জন্য ব্যক্তিগত আইনের’।” সম্প্রদায় জুড়ে মানুষের জন্য অভিন্ন আইনের পক্ষে একটি শক্তিশালী যুক্তি তুলে ধরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেছেন যে সংবিধান যখন সবার জন্য সমতার কথা বলে তখন দুটি আইন দিয়ে দেশ চালানো যাবে না। “সদস্যদের জন্য দুটি ভিন্ন নিয়ম থাকলে কি একটি পরিবার কাজ করবে? তাহলে একটি দেশ কীভাবে চলবে? আমাদের সংবিধানও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকারের নিশ্চয়তা দেয়,” প্রধানমন্ত্রী মোদী বলেন।

ইউসিসি কি? ইউনিফর্ম সিভিল কোড হল ভারতে নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও বাস্তবায়নের একটি প্রস্তাব যা সকল নাগরিকের জন্য তাদের ধর্ম, লিঙ্গ, লিঙ্গ এবং যৌন অভিমুখ নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন তাদের ধর্মীয় ধর্মগ্রন্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়াও, ১৪ জুন, ভারতের আইন কমিশন ইউনিফর্ম সিভিল কোড পরীক্ষা করার জন্য জনসাধারণ এবং স্বীকৃত ধর্মীয় সংগঠনগুলির মতামত এবং ধারণাগুলিকে অনুরোধ করেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!