Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৮, ২০২৪

রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে সমন্বয়কারীদের নাম ঘোষণা কংগ্রেসের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে সমন্বয়কারীদের নাম ঘোষণা কংগ্রেসের

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে সমন্বয়কারীদের নাম ঘোষণা করল এআইসিসি। বাংলার কংগ্রেসের পরিচিত নেতাদের নামি রয়েছে এই তালিকায়। আবার বাদ পড়েছেন কিছু পুরনো ব্যক্তির নাম। তবে শুধু বাংলায় নয়, দেশের সবকটি রাজ্যের লোকসভা নির্বাচনের জন্য সমন্বকারীদের নাম ঘোষণা করেছে এআইসিসি।

এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপালের সই করা বিবৃতিতে  এ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে সমন্বয়কারী হিসাবে প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, অসিত মিত্র, মিল্টন রশিদ, দলের একটি পদ থেকে সম্প্রতি ইস্তফা দেওয়া ঋজু ঘোষাল, সুমন পাল, শাহিনা জাভেদ, নিলয় প্রামাণিক, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, অশোক ভট্টাচার্য, দীপ্তিমান ঘোষ সহ নানা পরিচিত মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলার এই ৪২ জন সমন্বয়কারীর  দায়িত্ব হবে, ভোট সংক্রান্ত নানা তথ্য এআইসিসি-কে সময় মতো অবগত করা। যাঁদের নাম সমন্বয়কারী হিসাবে ঘোষণা করা হয়েছে, তাঁরা যে আগামী দিনে ভোটে প্রার্থী হতে পারবেন না, এমন কোনও বার্তা কিন্তু এআইসিসি-র নির্দেশিকায় দেওয়া  হয়নি।

এখন দেখার রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে কটি আসনে কংগ্রেস প্রার্থী দেয়। তৃণমূল না বাম, কাদের হাত ধরতে এআইসিসি প্রদেশ কংগ্রেসকে নির্দেশ দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!