- এই মুহূর্তে দে । শ
- জুন ৮, ২০২৪
নির্বাচনী সাফল্যে ‘ধন্যবাদ যাত্রা’র আয়োজন কংগ্রেসের

জুনের মাঝে আবার যাত্রা করছেন কংগ্রেসের ‘পোস্টার বয়’ রাহুল গান্ধি। ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রার পর এবার ‘ধন্যবাদ যাত্রা’ । আগামী ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত উত্তপ্রদেশের মোট ৪০৩ টি বিধানসভার সবকটিতে যাবে এই ‘যাত্রা’। পা মেলাবেন দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি, সাধারণ কর্মী সমর্থকেরা । মূলত, উত্তরপ্রদেশের মানুষকে ‘কৃতজ্ঞতা’ জানাতে এই যাত্রার আয়োজন করেছে হাত শিবির।
ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশে এবারে অসাধারণ ফলাফল করেছে কংগ্রেস শাসিত ইন্ডিয়া জোট। এবারে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি একাই পেয়েছে ৩৭ টি আসন। ইন্ডিয়া জোটের ঝুলিতে এসেছে মোট ৪৩ আসন। ৬ টিতে জিতেছে হাত শিবির । ২০১৯ লোকসভা ভোটে মোট ৮০ টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৬২ আসন। এবারে সেখানে মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। তাদের দখলে এসেছে মাত্র ৩৩ আসন । রায়বরেলি থেকে রাহুল গান্ধির জয় ছাড়াও কংগ্রেস তাদের পুরনো দুর্গ অমেঠি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।এমনকি রামজন্মভূমিখ্যাত অযোধ্যা যে লোকসভার আসনে অবস্থিত, সেই ফৈজাবাদেও বিজেপি তাদের আসন ধরে রাখতে পারেনি। অর্থাৎ ‘রামমন্দির আবেগ’ এক্ষেত্রে ব্যর্থ বলা যেতে পারে। অভূতপূর্ব এই সাফল্যকে উদযাপন করতে এবং উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানাতে ‘ধন্যবাদ যাত্রা’-র আয়োজন করেছে হাত শিবির। এ যাত্রায় উপস্থিত বিভিন্ন মানুষের হাতে ভারতের সংবিধানের এক একটি কপি তুলে দেওয়া হবে।
ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা দুটিই ব্যাপক গ্রহণযোগ্য হয়েছিল সাধারণ মানুষের কাছে। রাজনৈতিক মহলের অভিমত, এবারের নির্বাচনে সে সাফল্যের ফসল ঘরে তুলেছে কংগ্রেস। শাসক দলকে রীতিমতো চাপে রেখে যাদের ভোটে তাদের এই উত্থান, সেই জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের দলের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার উদ্দেশ্যকেও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।
❤ Support Us