- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৩, ২০২৩
এবার ইডেনের টিকিট নিয়ে রাজনৈতিক রঙ, সিএবি-র সামনে বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের
ইডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৪৮ ঘন্টাও বাকি নেই। এখনও টিকিট নিয়ে বিক্ষোভ অব্যাহত। বিশ্বকাপের টিকিট না পেয়ে আগেই ইডেনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন সিএবি-র সদস্যরা। এবার টিকিট বিক্রিকে কেন্দ্র করে রাজনৈতিক রং। শুক্রবার সিএবির সামনে বিক্ষোভ দেখাল দক্ষিণ কলিকাতা জেলা কংগ্রেস।
এদিন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইডেনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ অবস্থানে হাজির ছিলেন কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জিসহ বিভিন্ন কংগ্রেস নেতা ও কর্মী, সমর্থকরা। ইডেনের ৬৩ হাজার টিকিট কিভাবে বন্টন হয়েছে, তা প্রকাশ্যে নিয়ে আসারও দাবি তুলেছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। বিক্ষোভকারীদের নিশানা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অমিত শাহ।
সিএবি-র সদস্যরা কেন টিকিট পাচ্ছেন না এবং অনলাইনে টিকিট কাটতে সাধারণ দর্শকদের কেন অসুবিধা হয়েছে, এই নিয়ে প্রশ্ন তুলেছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃবৃন্দ। এছাড়া কলকাতা পৌর সংস্থা এবং রাজ্য সরকার সিএবি-র কাছ থেকে কত টিকিট পেয়েছে, সেই তথ্য সামনে নিয়ে আসার দাবি করেছে কংগ্রেস নেতৃবৃন্দ। প্রায় শ’দেড়েক কংগ্রেস কর্মী পতাকা ও প্লাকার্ড হাতে নিয়ে সিএবি-র সামনে বিক্ষোভ দেখান। তারা বোর্ড সচিব জয় শাহ ও সিএবি-র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
এই বিক্ষোভের ব্যাপারে আগে থেকেই খবর ছিল পুলিশ প্রশাসনের কাছে। তাই সিএবি-র সামনে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কংগ্রেস কর্মী সমর্থকরা সিএবি-র সামনে বেশিক্ষণ বিক্ষোভ দেখানোর সুযোগ পাননি। পুলিশ দ্রুত ইডেনের সামনে থেকে তাদের সরিয়ে দেয়। এরপর কংগ্রেস কর্মীরা গোষ্ঠ পাল সরণিতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, ইডেনের ৬৩ হাজার টিকিট কিভাবে বিক্রি করা হয়েছে এবং কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছে তা সিএবি সভাপতিকে জানাতে হবে।
টিকিট নিয়ে ইতিমধ্যেই কালোবাজারি তুঙ্গে। ৯০০ টাকার টিকিট কোথাও ৩-৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দেড় হাজার টাকা দামের টিকিট বিক্রি হচ্ছে ৫-৬ হাজার টাকায়। ময়দান চত্বর থেকে ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজন কালোবাজারিকে গ্রেফতার করেছে। চেন্নাই, বেঙ্গালুরু থেকেও কালোবাজারিরা কলকাতায় হাজির। অনলাইনে টিকিট কিনে তারা চড়া দামে কলকাতায় এসে বিক্রি করছেন।
❤ Support Us