Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৩, ২০২৩

পদত্যাগ করুক রাহুল, দাবি বিজেপির। রাজ্যে রাজ্যে কংগ্রেসের পাল্টা বিক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
পদত্যাগ করুক রাহুল, দাবি বিজেপির। রাজ্যে রাজ্যে কংগ্রেসের পাল্টা বিক্ষোভ

চার বছরের পুরনো মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করবার প্রতিবাদে রাজ্যে রাজ্যে বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস নেতা কর্মীরা। কলকাতায় গ্রেফতার হলেন অনেকেই। রাজস্থানেও প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় নেতৃত্বও মনে করছেন মিথ্যা মামলায় জড়িয়ে ওয়েনাড় সাংসদের কণ্ঠ রোধ করবার চেষ্টা চলছে কারণ তিনি মোদি সরকারের রাজস্ত্বকালের বাস্তবতাকে তুলে ধরেছেন। যা ক্ষমতাসীন শাসকের বিলকুল নাপসন্দ।

ললিত মোদি, নীরব মোদি এমনকি নরেন্দ্র মোদি সহ সব মোদি পদবী ধারীদের চোর উল্লেখ করে সুরাট আদালতের রায়ে ২ বছরের কারাবাসের শাস্তি পেয়েছিলেন রাহুল। যদিও তাঁর জামিনের আবেদন মঞ্জুর দ্রুত করা হয়। ৩০ দিনের মধ্যে হাইকোর্টে জেলা আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন তিনি। শেষ পর্যন্ত যদি তাঁকে জেলে যেতে হয়, তাহলে সাংসদ পদ থেকে তাঁকে সরে যেতে হতে পারে। বিজেপি অবশ্য ইতিমধ্যেই সাংসদ পদ থেকে রাজীব  তনয়কে সরানোর দাবিতে সরব হয়েছে।  গেরুয়া শিবিরের একটাই দাবি, পদত্যাগ করুক রাহুল।

গোটা ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ জয় রাম রমেশ জানিয়েছেন সত্য কথন এবং একনায়কের বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণার জন্য তাঁকে শাস্তি দেওয়া হচ্ছে। এটাই মোদির নতুন ভারত। যেখানে বিরুদ্ধ মত পোষণের জন্য বিরোধীদের ইডি সিবিআই দিয়ে হেনস্থা করা হয়।
রাহুল গান্ধির সমর্থনে ও কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে কলকাতা বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। রাজভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবাদে সামিল হয়েছে রাজস্থান প্রদেশ কংগ্রেস । সেখানকার নেতা কর্মীরাও তাঁদের নেতার হেনস্থার প্রতিবাদে রাস্তায় নেমেছে। দলীয় কার্যালয়ে বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন ও মোদি সরকারের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন। সেখানকার কংগ্রেস নেতৃত্ব জানাচ্ছেন, দেশের বিচার ব্যবস্থার ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। রাহুল গান্ধির সমর্থনে স্বৈরাচারী মোদি সরকারের নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত  তাঁরা লড়বেন। তবে পুরোটাই আইনী প্রক্রিয়ায়।

 


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!