Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১১, ২০২২

অতিরিক্ত অসুস্থ না হলে কোভিড পরীক্ষার প্রয়োজন নেই, বলল কেন্দ্র

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমেছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
অতিরিক্ত অসুস্থ না হলে কোভিড পরীক্ষার প্রয়োজন নেই, বলল কেন্দ্র

কোভিড রোগীর সংস্পর্শে এসেও যদি কেউ গুরুতর অসুস্থ না হন, তবে তাঁর কোভিড পরীক্ষার প্রয়োজন নেই। জানিয়ে দিল কেন্দ্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।আজ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, কোভিড রোগীর সংস্পর্শে এসেও যারা উপসর্গহীন, কোভিড সেন্টার বা হাসপাতাল থেকে যাদের ছুটি দিয়ে একান্তবাসে থাকতে বলা হয়েছে এবং যাঁরা আন্তর্দেশীয় সফর করছেন, তাঁরা গুরুতর অসুস্থ না হলে তাঁদের কোভিড পরীক্ষার কোনও প্রয়োজন নেই।

তবে শরীরে বিশেষ কিছু উপসর্গ দেখা দিলে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। এগুলি হল—অতিরিক্ত সর্দি, জ্বর, গলা ব্যথা, স্বাদ-গন্ধ না পাওয়া, শ্বাসকষ্ট তথা ফুসফুসের সমস্যা থাকা। এইসঙ্গে বিদেশি যাত্রী, যাঁরা বিমানে বা জাহাজে ভারতে আসছেন, তাঁদের ক্ষেত্রে কোভিড পরীক্ষা বাঞ্ছনীয়।

এইসঙ্গে কেন্দ্রের তরফে বলা হয়েছে, অস্ত্রপচার বা সন্তান প্রসবের মতো জরুরি স্বাস্থ্য প্রক্রিয়া কোভিড পরীক্ষার জন্য ফেলে রাখা যাবে না কোনওভাবেই। এসব ক্ষেত্রে আগেই যে উপসর্গগুলির কথা বলা হয়েছে, সেগুলি তীব্রভাবে না থাকলে স্বাভাবিক প্রক্রিয়ায় সবকিছু চলবে।
কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং করা হবে, তার সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

গতকাল থেকেই করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মী তথা সামনের সারির যোদ্ধা ও ৬০ বা তার বেশি বয়সি কো-মর্বিডিটি আছে এমন ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে করোনার বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১০.৫ লাখ মানুষকে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমেছে। একদিনে নতুন করে ১ লক্ষ ৬৮ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!