Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৮, ২০২৫

‘এসআইআর’ আবহে বসিরহাট জুড়ে বিতর্কিত পোস্টার, বক্তব্যে সহমত বিজেপি, তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘এসআইআর’ আবহে বসিরহাট জুড়ে বিতর্কিত পোস্টার, বক্তব্যে সহমত বিজেপি, তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

‘এসআইআর’ আবহে বিতর্কিত পোস্টার ঘিরে তুমুল চাঞ্চল্য বসিরহাটের সীমান্তবর্তী শহরতলীতে। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতে বেনামে বিজেপির একাংশ এই পোস্টার মেরেছে। ‘‌সনাতনী যোদ্ধা’‌ নামে একটি সংগঠনের মারা ওই পোস্টারে লেখা আছে, ‘অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো।’‌

ঘাসফুল শিবিরের দাবি, ‘পোস্টারের ভাষা বলে দিচ্ছে এর পেছনে বিজেপির মদত রয়েছে।’ যদিও বিজেপির বসিরহাট জেলা সভাপতি সুকল্যান বৈদ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কারা ওই পোস্টার মেরেছে আমরা বলতে পারবো না। তবে পোস্টারের বক্তব্যের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।’ তিনি আরো বলেন, ‘ভারতবর্ষ ধর্মশালা বা অনাথ আশ্রম নয়। ভারতবর্ষ ভারতীয়দের। এখানে যারা অনুপ্রবেশকারী, রোহিঙ্গা তাদের তো নিজের জায়গায় ফিরে যেতে হবে।’ জেলা সভাপতি বলেন, এসআইআর চলছে, সরকার একটা পদ্ধতি লাগু করেছে। সেই পদ্ধতি অনুযায়ী তাদেরকে ফেরত পাঠানো হবে।

এদিন সকালে বসিরহাট, ভ্যাবলা রেলস্টেশন লাগোয়া এলাকায় এ ধরণের উস্কানীমূলক পোস্টারে ছয়লাপ। তা দেখে এলাকায় রীতিমত চাঞ্চল্য দেখা দেয় স্থানীয়দের মধ্যে। বসিরহাট জেলার তৃণমূল নেতা, কাউন্সিলর কৌশিক দত্ত বলেন, ‘এ ধরণে উস্কানীমূলক পোস্টার মেরে বিজেপির কিছু ভুঁইফোর নেতা বাংলায় অস্থিরতা তৈরি চাইছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।’ কৌশিক আরো বাবু বলেন, ‘এসআইআর নিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে, যে দলটি সব থেকে বেশি লাফাচ্ছিল, সেই বিজেপিকে আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষের মন থেকে আতঙ্ক দূর করতে সহায়তা শিবির করছেন।’ কৌশিক এও বলেন, ‘বিজেপির পায়ের তলায় আজ আর মাটি নেই। ২০২৬ ভোটে গতবারের তুলনায় অর্ধেক আসনও পাবে না গেরুয়া শিবির। তাদের অস্তিত্ব বাংলার মানুষের কাছে নেই। এখন এভাবে উত্তেজনা তৈরি করে উদ্বাস্তু মানুষের মনে আতঙ্ক তৈরি করতে চাইছে। এর জবার বাংলার মানুষ দেবে।’


  • Tags:
❤ Support Us
সপ্তপদী গ | ল্প রোব-e-বর্ণ
গ্রামের নাম ভিচিংছা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ৩২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!