Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৬, ২০২৪

নজিরবিহীন কাণ্ড বিহারের রনজি ম্যাচে। মুম্বই এর বিরুদ্ধে মাঠে নামল দুই দল

আরম্ভ ওয়েব ডেস্ক
নজিরবিহীন কাণ্ড বিহারের রনজি ম্যাচে। মুম্বই এর বিরুদ্ধে মাঠে নামল দুই দল

মুম্বইয়ের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচের আগে চূড়ান্ত নাটক বিহার ক্রিকেটে। দুই গোষ্ঠীর মধ্যে তুমুল হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে হাজির পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের কয়েকঘন্টা পর ম্যাচ শুরু।

বিহার ক্রিকেটে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। রনজি ট্রফির জন্য দুটি আলাদা আলাদা দল তৈরি করেন সভাপতি রাকেশ তেওয়ারি ও সচিব অমিত কুমার। মুম্বইয়ের বিরুদ্ধে কার নির্বাচিত খেলবে, তা নিয়ে চূড়ান্ত ঝামেলা। শুক্রবার পাটনার মইন–উল–হক স্টেডিয়ামে ম্যাচ ছিল। কার দল মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে, তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। সভাপতি রাকেশ তেওয়ারি দাবি করেন, তাঁর নির্বাচিত দল খেলবে। অন্যদিকে, সচিব অমিত কুমার দাবি করেন, তাঁর নির্বাচিত দল খেলবে।

এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বাক–বিতন্ডা শুরু হয়। কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি সামলাতে পুলিশ এসে হাজির হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে সভাপতির নির্বাচিত দলই মাঠে নামে। যেহেতু সভাপতির নির্বাচিত দল আগে মাঠে এসে পৌঁছায়, তাই তারা মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সুযোগ পায়।

বিহার ক্রিকেট সংস্থার সভাপতি রাকেশ তেওয়ারি বলেন, ‘‌আমরা যোগ্যতার ভিত্তিতে দল বেছে নিয়েছি। এটাই সঠিক দল।’‌ সচিব অমিত কুমার অবশ্য সভাপতির বক্তব্য মান‌তে নারাজ। তিনি বলেন, ‘‌আমি নির্বাচিত সচিব। দল গঠনের অধিকার আমারই আছে। সভাপতির নেই।’‌ শেষ পর্যন্ত দুপুর ১টা নাগাদ খেলা শুরু হয়। বিহার টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায়। প্রথম দিনের শেষে মুম্বই তোলে ৬৭ ওভারে ৯ উইকেটে ২৩৫ রান। ভূপেন লালওয়ানি ৬৫, সুবেদ পার্কার ও তনুশ খৈতান দুজনেই ৫০ রান করেছেন। দ্বিতীয় দিন মুম্বই ২৫১ রানে গুটিয়ে যায়। জবাবে দিনের শেষে বিহার তোলে ৮৯/‌৬।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!