Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ১৪, ২০২২

বাইডেনের পশ্চিম এশিয়া সফরের শুরুতেই বিতর্ক, সৌদি প্রিন্সের সঙ্গে বৈঠক কেন? কেন সবার আগে সফর তালিকায় ইসরাইল?

আরম্ভ ওয়েব ডেস্ক
বাইডেনের পশ্চিম এশিয়া সফরের শুরুতেই বিতর্ক, সৌদি প্রিন্সের সঙ্গে বৈঠক কেন? কেন সবার আগে সফর তালিকায় ইসরাইল?

জো বাইডেনের পশ্চিমা এশিয়া সফর শুরু হল। ইসরাইল, সৌদি আরব ও ফিলিস্তিনি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। শুরুতেই ইসরাইলের প্রেসিডেন্ট ইসহাক হারজোগ আর প্রধানমন্ত্রী ইয়নয়ির ল্যাপিডের সঙ্গে কথা বললেন । দুজনেই তাঁকে তেলআভিব বিমানবন্দরে স্বাগত জানান। শনিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সলমানের সঙ্গে কথা বলবেন বাইডেন। আসন্ন এই বৈঠক নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। সাংবাদিক খাসেগির হত্যা নিয়ে আরবের ভূমিকায় মানবধিকার রক্ষীরা ক্ষুদ্ধ। তারাই প্রশ্ন তুলেছেন, সৌদি প্রিন্সের সঙ্গে জো বাইডেনের বৈঠক মার্কিন নীতির বিরোধী। ই্সরাইল থেকে বাইডেনের সফর শুরু হচ্ছে বলেই অসন্তুষ্ট ফিলিস্তান। ক্ষমতায় আসার পর এটাই জো বাইডেনের প্রথম পশ্চিম এশিয়া সফর। ট্রাম্পের আমলে, পশ্চিম এশিয়া আর আমেরিকার সম্পর্ক শিথিল হয়ে পড়ে। জো বাইডেন বিন্যাস চাইছেন । সৌদি আরব ও ইসরাইল পরস্পর বিরুদ্ধ হলেও তারা আমেরিকার স্বাভাবিক মিত্র। ৪ দিনের সফরে পুরনো বন্ধু দেশ গুলির সঙ্গে কথা বলে সম্পর্কের ভারসাম্য গড়ে তুলতে চাইবেন মার্কিন প্রেসিডেন্ট।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!