Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৪, ২০২৪

বানান বিভ্রাটে হিট জুটির ৫০ তম ছবি, সমালোচনায় মুখর নেটিজেন থেকে ভাষাবিদ

আরম্ভ ওয়েব ডেস্ক
বানান বিভ্রাটে হিট জুটির ৫০ তম ছবি, সমালোচনায় মুখর নেটিজেন থেকে ভাষাবিদ

খুব শীঘ্রই আসতে চলেছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি ‘অযোগ্য।’ তার আগে মুক্তি পেয়েছে সেই সিনেমাটির একটি গান- ‘তুই আমার হোবি না।’ ভাষাবিদদের বলছি বানান দেখে এখনই হায় হায় করে উঠবেন না। কেননা ইউটিউবে এই গানের বানান লেখা হয়েছে এমনই। যা নিয়েই এই বিতর্কের শুরু।

 

টলিপাড়ার প্রথম সারির একজন পরিচালক কৌশিক গাঙ্গুলি। তাঁর সিনেমা মানেই ভিন্ন ধারার , ভিন্ন রুচির বিনোদন। এবারে সুরিন্দর – ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় আসছে তাঁর নতুন ছবি ‘অযোগ্য।’ এই সিনেমার গান ‘তুই আমার হোবিনা’-র গীতিকার কৌশিক নিজেই, সুরকার  ‘প্রেমে পড়া বারণ ‘ খ্যাত রণজয় ভট্টাচার্য। বানান দেখে  নেটিজেনরা  সমালোচনায় মুখর হয়েছেন। কেউ বলেছেন,’জানি তুই আমার হোবি না’ গানটায় ‘হোবি’ বানানটা ভুল। বানানটা হওয়া উচিত ছিল ‘হবি’! ‘ কেউ বলছেন, গানটা যত সুন্দর, হোবি -টা ততটাই জঘন্য।’ ইন্ডাস্ট্রির অনেকেই আড়ালে-আবডালে সমালোচনা করছেন। কেউ কেউ তো বলছেন,’কৌশিকদার থেকে এমনটা কাম্য নয়।’

এই প্রসঙ্গে কৌশিক নিজে সমাজমাধ্যমে বলছেন,’ রণজয় চেয়েছিলো গানের নামটা পর্নমোচী দিন হোক, আমি জেদ ধরে নাম রাখলাম  ‘তুই আমার হোবি না।’ রণজয় সহমত না হয়েও মেনে নিয়েছিলো আমার ভরসায়। ‘হবি না’-র বানান করা হোলো উচ্চরণ অনুযায়ী, আর hobby-র বাংলা বানান ‘হবি’ থেকে আলাদা করার জন্য। যেমন ভালবাসা বানান ভালোবাসাও হয়, তেমনি। না-পাওয়া ভালোবাসার এই গানের সহজ নাম তাই হোলো, “ তুই আমার হোবি না” ! শুনুন ও শোনান।” এই প্রসঙ্গে ভাষাবিদ পবিত্র সরকারের মত, ‘হ-এর পরে ও-কার দেওয়ার দরকার ছিল না। কেননা নিশ্চয়ই গানটির অন্তরায় এর ব্যাখ্যা করা আছে। ‘

আগামী ৭জুন মুক্তি পেতে চলেছে ‘অযোগ্য।’ নব্বই দশকে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির  বাণিজ্যিক ছবি মানেই তা সুপারহিট, সেসময় এ কথা একপ্রকার অঘোষিত সত্য ছিল। শেষ বার এঁরা একসাথে জুটি বাঁধেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে। তারপর একেবারে ২০১৬ য় শিবপ্রসাদ -নন্দিতা পরিচালক জুটির ‘উইন্ডোজ’- এর ‘প্রাক্তন’ ছবিতে আবার ফিরে আসেন তাঁরা। বলা বাহুল্য , ‘প্রাক্তন’-এর হ্যাং ওভার এখনও কাটেনি সিনেমাপ্রেমী বাঙালির। সেই জুটি এরপর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘দৃষ্টিকোণ’-এ আবার পর্দায় ধরা দেন। এখন দেখার ৭জুন মুক্তির পরে দর্শকের চোখে ‘অযোগ্য’-র  যোগ্যতার বিচার কতটা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!