Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৭, ২০২৪

অভিষেকে সেঞ্চুরি অভিপ্রায়েরও, কোচবিহার ট্রফিতে রানের পাহাড়ে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেকে সেঞ্চুরি অভিপ্রায়েরও, কোচবিহার ট্রফিতে রানের পাহাড়ে বাংলা

প্রথম দিনই অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অঙ্কিত চ্যাটার্জি ও আশুতোষ কুমার। দ্বিতীয় দিন আরও একটা সেঞ্চুরি এল অভিষেককারী ক্রিকেটারের কাছ থেকে। অভিপ্রায় বিশ্বাসের সেঞ্চুরির সুবাদে অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা। ৯ উইকেটে ৫০২ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করেছে বাংলা। জবাবে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে মুম্বই।

মুম্বইয়ের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে ৮ জন ক্রিকেটারের অভিষেক হয়েছে। এদের মধ্যে প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন অঙ্কিত চ্যাটার্জি ও আশুতোষ কুমার। অঙ্কিত ১০৮ রান করে আউট হলেও ২৪৪ বলে ১১৩ রান করে অপরাজিত ছিলেন আশুতোষ কুমার। তাঁর সঙ্গে ১১ রান করে ক্রিজে ছিলেন রয়েছেন অভিপ্রায় বিশ্বাস। আর বাংলা প্রথম দিনের শেষে তুলেছিল ২৯২/৫।

দ্বিতীয় দিন বাংলাকে এগিয়ে নিয়ে যান আশুতোষ ও অভিপ্রায়। বাংলার ষষ্ঠ উইকেটের পতন ঘটে ৪১৮ রানের মাথায়। আশুতোষ ও অভিপ্রায়ের জুটিতে ওঠে ১৩৯ রান। ৪১৮ রানের মাথায় আউট হন আশুতোষ। ৩৭৫ বলে ১৭৯ রান করেন তিনি। দেবাংশু পাখিরা (‌১৩)‌, যুধাজিৎ গুহ (‌৪)‌, রোহিত (‌৫)‌ আউট হয়ে গেলেও রাজু আর–কে (‌অপরাজিত ৮)‌ সঙ্গে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন অভিপ্রায়। শেষ পর্যন্ত ১৮৪ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। মুম্বইয়ের হয়ে নমন দেবেন্দ্র ১০৫ রানে ৪ উইকেট নেন।

ব্যাট করতে নেমে ৪০ রানের মাথায় প্রথম উইকেট হারায় মুম্বই। রাজুর বলে বোল্ড হন তুষার সিং (‌১৬)‌। দিনের শেষে এন ঝাওয়ার ৪৯ ও আরিয়ান সকপাল ২৫ রান করে ক্রিজে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!