- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৩, ২০২৪
কলম্বিয়ার কাছে আটকে গেল ব্রাজিল, গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ আটে ভিনিসিয়াস জুনিয়ররা

কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে আটকে গিয়েছিল ব্রাজিল। পরের ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে জয়। গ্রুপ লিগের শেষ ম্যাচ ছিল কলম্বিয়ার বিরুদ্ধে। গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যেতে গেলে জিততেই হত। তাহলে শেষ আটে এড়ানো যেত কঠিন প্রতিপক্ষ। সেই সুযোগ হাতছাড়া করল ব্রাজিল। কলম্বিয়ার কাছে আটকে গিয়ে গ্রুপে দ্বিতীয়। ম্যাচের ফল ১–১। এগিয়ে গিয়েও জয় এল না। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে খেলতে হবে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে। আর কলম্বিয়া খেলবে পানামার বিরুদ্ধে।
প্রথমার্ধে আক্রমণ প্রতিআক্রমণে খেলা দারুণ জমে উঠেছিল। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। দুরন্ত গতিতে আক্রমণ তুলে নিয়ে আসছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা। পিছিয়ে ছিল না কলম্বিয়াও। তারাও সমানতালে পাল্লা দিয়ে যাচ্ছিল। ম্যাচের প্রথম সুযোগ এসেছিল কলম্বিয়ার সামনেই। ৮ মিনিটে ৩৫ গজ দুর থেকে নেওয়া কলম্বিয়ার অধিনায়ক হামেড রডরিগেজের ফ্রিকিক পোস্টে লেগে ফিরে আসে। ১২ মিনিট পর আরও একটা দর্শনীয় ফ্রিকিক। এবার অবশ্য বাজিমাত করে যান ব্রাজিলের রাফিনিয়া। ৩০ গজ দুর থেকে দুরন্ত ফ্রিকিকে গোল করে দলকে এগিয়ে দেন।
পিছিয়ে পড়ে হতদ্যোম হয়ে যায়নি কলম্বিয়া। ১৫ মিনিটেই সমতা ফেরানোর সুযোগ এসেছিল। লুইজ দিয়াজের পাস থেকে দুর্দান্ত ভলি করেছিলেন রডরিগেজ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৯ মিনিটে ব্রাজিলের জালে বল পাঠিয়েছিলেন স্যাঞ্চেজ। অফসাইডের জন্য গোলটি বাতিল হয়। এরপর ম্যাচে দারুণ উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। প্রথমার্ধের ইনজুরি সময়ে জন কার্ডোবার পাস থেকে সমতা ফেরান কলম্বিয়ার রাইটব্যাক ড্যানিয়েল মুনোজ।
দ্বিতীয়ার্ধেও দারুণ আক্রমণাত্মক খেলা উপহার দেয় দুই দল। গোলের নেশায় মরিয়া হয়ে ওঠেন ভিনিসিয়াস জুনিয়র, এডেরসন, লুইজ, স্যাভিওরা। একাধিক সুযোগ তৈরি হয়। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৮৩ মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন কলম্বিয়ার রাফায়েল বোরে। ব্রাজিল গোলকিপার অ্যালিসনকে একা পেয়েও গোল করতে পারেননি। ড্র এর পাশাপাশি ব্রাজিলের বড় ক্ষতি ভিনিসিয়াস জুনিয়রের হলুদ কার্ড। দুটি হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে পানামার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। এমনিতেই গোল আসছে না। তার ওপর ভিনিসিয়াস জুনিয়র না থাকায় আরও সমস্যায় পড়বে ভারত।
❤ Support Us